Calcutta High Court: BJP-র সভায় এখনও আপত্তি, এবার প্রধান বিচারপতির দুয়ারে রাজ্য
Calcutta High Court: একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। ধর্মতলায় বিজেপির সভায় আপত্তি নিয়ে হাইকোর্টের উচ্চতর বেঞ্চে আবেদন জানাল সরকার পক্ষ। রাজ্যকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। দ্রুত এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
কলকাতা: নভেম্বরেই বিজেপির মেগা সমাবেশ রয়েছে কলকাতায়। আগামী ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে সভার আয়োজন করছে বঙ্গ বিজেপি। ধর্মতলার ওই সভায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও। কিন্তু বিজেপির এই সভা ঘিরে আইন জট এখনও কাটল না। সভার জন্য পুলিশি অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। হাইকোর্টের একক বেঞ্চ পুলিশকে নির্দেশ দিয়েছিল, সভার অনুমতি দেওয়ার জন্য। এবার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। ধর্মতলায় বিজেপির সভায় আপত্তি নিয়ে হাইকোর্টের উচ্চতর বেঞ্চে আবেদন জানাল সরকার পক্ষ। রাজ্যকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। দ্রুত এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সভার জন্য পুলিশের অনুমতি না পেয়ে আগেই হাইকোর্টে ছুটেছিল বিজেপি। মামলা উঠেছিল বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে। গত সোমবার মামলার শুনানিতে বিজেপির পক্ষেই নির্দেশ গিয়েছিল আদালত থেকে। বিচারপতি মান্থা কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, যাতে আগামী ২৯ নভেম্বর বিজেপির সভার জন্য অনুমতি দেওয়া হয়। বিচারপতি এও মন্তব্য় করেছিলেন যে, ভারত একটি স্বাধীন দেশ এবং এখানে এভাবে কাউকে বাধা দেওয়া যায় না।
গত সোমবার মামলার শুনানির সময় বিচারপতি পুলিশের উদ্দেশে বলেছিলেন, ২ সপ্তাহ আগে আবেদন করার পরও, সিস্টেম জেনারেটেড মেসেজ পাঠিয়ে আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে। যে পদ্ধতিতে আবেদন বাতিল হয়েছে, তা সঠিক নয় বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সোমবার একক বেঞ্চের সেই নির্দেশের পর মুখে চওড়া হাসি ফুটেছিল বঙ্গ বিজেপির। কিন্তু এরই মধ্যে আবার আপত্তি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য।