Kurmi Protest: কুড়মিদের অবরোধ তুলতে কড়া ব্যবস্থা নিতে পারে রেল, বাধা দেবে না রাজ্য

Kurmi Protest: এদিন বিকেলে রাজ্যের তরফে জবাবি চিঠিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফে যা যা পদক্ষেপ করার ছিল, তা করা হয়ে গিয়েছে। এবার রেল নিজেদের তরফ থেকে কড়া ব্যবস্থা নিতে পারে।

Kurmi Protest: কুড়মিদের অবরোধ তুলতে কড়া ব্যবস্থা নিতে পারে রেল, বাধা দেবে না রাজ্য
কুড়মি সম্প্রদায়ের রেল অবরোধ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 10:50 PM

কলকাতা ও পুরুলিয়া: কুড়মি আন্দোলনের (Kurmi Protest) জেরে ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railways) স্বাভাবিক পরিষেবা। প্রতিদিনই বহু ট্রেন বাতিল করতে হচ্ছে। চরম সমস্যায় পড়ছেন যাত্রীরা। কুড়মি সম্প্রদায়ের লাগাতার রেল অবরোধ (Rail Blockade) থেকে পরিত্রাণ পেতে এবার রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়েছে রেল। দক্ষিণ পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল অতুল্য সিনহা চিঠি পাঠিয়েছেন নবান্নে। প্রায় সাড়ে তিন দিনের উপরে হয়ে গিয়েছে রেল অবরোধ চলছে কুড়মি আন্দোলন ঘিরে। রেলের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পুরুলিয়ার কস্তুর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুমিতে ৫ এপ্রিল থেকে রেল অবরোধের জেরে প্রচুর এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করতে হয়েছে। অনেক ক্ষেত্রে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বহু মালগাড়িও থমকে রয়েছে আর তার জন্য প্রচুর ক্ষতিও হচ্ছে। এমন অবস্থায় রাজ্য সরকার যাতে জিআরপি এবং রাজ্য পুলিশের মাধ্যমে এই অবরোধ তোলার ব্যবস্থা করে, সেই আবেদন জানানো হয়েছে রেলের তরফে। প্রয়োজনে আরপিএফ-ও সাহায্য করবে বলে জানানো হয়েছে ওই চিঠিতে।

এদিকে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, একটি পাল্টা চিঠিও রাজ্যের তরফে পাঠানো হয়েছে রেলকে। সূত্রের খবর, এদিন বিকেলে রাজ্যের তরফে জবাবি চিঠিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফে যা যা পদক্ষেপ করার ছিল, তা করা হয়ে গিয়েছে। এবার রেল নিজেদের তরফ থেকে কড়া ব্যবস্থা নিতে পারে। রাজ্য প্রশাসন তাতে কোনও বাধা দেবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রেলের তরফে যে চিঠিটি রাজ্য প্রশাসনকে পাঠানো হয়েছিল, সেখানে উল্লেখ করা হয়েছে, রেলের তরফে বার বার অনুরোধ করার পরেও আন্দোলনকারীরা অবরোধ তুলতে নারাজ। রাজ্য সরকারের প্রতিনিধিদের তরফেও আলোচনায় বসা হয়েছিল, কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। উল্লেখ্য, এই অবরোধের সঙ্গে রেলের কোনও যোগ নেই। অবরোধকারীদের মূল দাবি, কুড়মি সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্ত করতে হবে। তাদের সেই দাবির কথা রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের আদিবাসী-বিষকর মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। কিন্তু তারপরও আন্দোলনকারীরা পিছু না হঠায়, এবার অবরোধ তুলতে রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে রেল। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, রাজ্যের তরফে রেলকে জানিয়ে দেওয়া হয়েছে, অবরোধ তুলতে এবার কড়া ব্যবস্থা নিতে পারে রেল।