West Bengal TET Scam: নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই দফতরে হাজিরা DPSC আধিকারিকদের

CBI: সূত্রের খবর, এদিন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক কাউন্সিলের তরফে ৭৭৬ জনের তালিকা তুলে দেওয়া হয়েছে সিবিআইকে। ২০১৪ সালে টেটের মাধ্যমে নিয়োগ হয়েছে, এমনই চাকরিপ্রাপকদের তালিকা তুলে দেওয়া হয়।

West Bengal TET Scam: নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই দফতরে হাজিরা DPSC আধিকারিকদের
নিজাম প্যালেসে তলব।
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 12:41 PM

কলকাতা: প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে এবার জেলা ভিত্তিক প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। ইতিমধ্যেই ২০১৪ সাল থেকে প্রাথমিকে যে নিয়োগ হয়েছে তা খতিয়ে দেখছে সিবিআই। সেই সূত্রেই মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (District Primary School Council) বা ডিপিএসসি আধিকারিকদের তলব করা হয়। এর আগে হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকদেরও তলব করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। এবার পূর্ব মেদিনীপুর। সূত্রের খবর, এদিন যাঁদের তলব করা হয়েছে, তাঁদের বয়ানও রেকর্ড করা হবে।

সূত্রের খবর, এদিন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক কাউন্সিলের তরফে ৭৭৬ জনের তালিকা তুলে দেওয়া হয়েছে সিবিআইকে। ২০১৪ সালে টেটের মাধ্যমে নিয়োগ হয়েছে, এমনই চাকরিপ্রাপকদের তালিকা তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকাল ১০টা ৪৬ মিনিট নাগাদ নিজাম প্যালেসে প্রবেশ করেন পূর্ব মেদিনীপুরের প্রাথমিক কাউন্সিলের আধিকারিকরা। ঘণ্টাখানেক ছিলেন তাঁরা। সকাল ১১টা ৫৬ নাগাদ বেরিয়ে যান তাঁরা।

২২টি জেলার কাউন্সিল সদস্যদের ডাকা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে তাঁদের জন্য সময় বরাদ্দ হয়েছে। বুধবার তলব করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের আধিকারিকদের। বৃহস্পতিবার তালিকায় নাম রয়েছে নদিয়ার আধিকারিকদের। এরপর ৬ মে নিজাম প্যালেসে আসতে হবে বাঁকুড়ার ডিপিএসসি আধিকারিকদের। এভাবেই জেলা ধরে আগামী ২২ মে পর্যন্ত আলাদা আলাদা দিনে তলব করা হয়েছে ডিপিএসসি আধিকারিকদের।

কবে কোন জেলাকে তলব রইল তালিকা

৩ মে পশ্চিম মেদিনীপুর

৪ মে নদিয়া

৬ মে বাঁকুড়া

৮ মে পুরুলিয়া

৯ মে বীরভূম

১০ মে ঝাড়গ্রাম

১১ মে মালদহ

১২ মে মুর্শিদাবাদ

১৩ মে পশ্চিম বর্ধমান

১৫ মে পূর্ব বর্ধমান

১৬ মে কোচবিহার

১৭ মে আলিপুরদুয়ার

১৮ মে শিলিগুড়ি

১৯ মে উত্তর দিনাজপুর

২০ মে দক্ষিণ দিনাজপুর

২২ মে জলপাইগুড়ি