Recruitment Scam: পার্থর সঙ্গে সরাসরি লেনদেন, গ্রুপ সি নিয়োগে সিবিআই-এর র্যাডারে আরও এক প্রভাবশালী নেতা
Recruitment Scam: সূত্রের খবর, সেই নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। পার্থর সঙ্গে যোগাযোগ ও নিয়োগের ক্ষেত্রে তাঁর সরাসরি যোগ রয়েছে বলে তদন্তকারীদের হাতে প্রমাণ এসেছে। শুধুমাত্র গ্রুপসি পদেই ৪০ জনের নিয়োগ সেই নেতার মাধ্যমে।
কলকাতা: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর নজরে শাসকদলের আরও এক প্রভাবশালী নেতা। সিবিআই সূত্রে খবর, গ্রুপ সি পদে নিয়োগের জন্য অযোগ্য প্রার্থীদের থেকে ১২ লক্ষ টাকা করে নিয়েছিলেন সেই নেতা। সিবিআই দফতরে বয়ানে সেই দাবি করেছে চাকরি প্রার্থীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছে কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মীর। গত শনিবার ১০ জন চাকরিপ্রাপককে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছে সিবিআই। শুক্রবার তাঁদের নোটিস পাঠানো হয়েছিল। বলা হয়েছে, সোমবার থেকে পর পর কয়েকদিন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। বুধবার আরও ৭ জনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।
প্রত্যেকেরই চাকরি সংক্রান্ত নথি এবং আর্থিক লেনদেনের কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। কার মাধ্যমে চাকরির জন্য তাঁরা টাকা দিয়েছিলেন, সে তাঁদের মুখ থেকেই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সিবিআইয়ের আতসকাচের তলায় রয়েছে এই ১০ জনের আর্থিক লেনদেন। তাই সকলেরই বয়ান রেকর্ড করা হয়েছে। চলতি মাসেই এই দুর্নীতিতে নাম জড়িয়েছে আরও এক পার্থর। তিনি পার্থ সরকার। সিবিআই দাবি করেছে, মন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দুর্নীতির টাকা পৌঁছে দিত এই পার্থ সরকার। সিবিআই জানিয়েছে, জেরায় প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেছেন, দুর্নীতির কালো টাকা প্রথমে সংগ্রহ করতেন পার্থ সরকার। পরে তা পৌঁছে দেওয়া হত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। যদিও সংবাদমাধ্য়মের কাছে সেই পার্থ সরকারই দাবি করেছিলেন, তিনি কুন্তল ঘোষকে চেনেন না।
নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই নাম জড়িয়েছে একের বার শাসকদলের নেতা-মন্ত্রী, বিধায়কের নাম। তবে এবার সিবিআই-এর র্যাডারে আরও এক প্রভাবশালী নেতা। এদিকে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী অপর সংস্থা ইডির চার্জশিটে নাম রয়েছে রাজ্যের বর্তমান শিক্ষাসচিব মণীশ জৈনের। পিএমএলএ বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের নামে চার্জশিট জমা করেছে ইডি। তাতে ইডি উল্লেখ করেছে পার্থ চট্টোপাধ্যায়, মণীশ জৈন, পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন পিএ সুকান্ত আচার্যের নাম।