Haridevpur: পুলিশ প্রেমিকের সঙ্গে ছক কষে মেয়েকে ‘পুড়িয়ে মারার চেষ্টা’, হরিদেবপুরে গ্রেফতার মা ও তাঁর প্রেমিক

Haridevpur: পুলিশ প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে বছর ষোলের মেয়েকেই আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অভিযুক্ত মা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের মতিলাল গুপ্তা রোড এলাকায়।

Haridevpur: পুলিশ প্রেমিকের সঙ্গে ছক কষে মেয়েকে 'পুড়িয়ে মারার চেষ্টা', হরিদেবপুরে গ্রেফতার মা ও তাঁর প্রেমিক
অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 1:25 PM

কলকাতা: বিবাহ বহির্ভূত সম্পর্ক, মাঝে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল মেয়ে। তাই পুলিশ প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে বছর ষোলের মেয়েকেই আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অভিযুক্ত মা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের মতিলাল গুপ্তা রোড এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোনালি চন্দ ও ধৃত পুলিশ কর্মীর নাম প্রসূন মান্না। তিনি ট্রাফিক পুলিশের কনস্টেবল। সোনালির স্বামী কৌশিক চন্দ পেশায় ব্যবসায়ী। তাঁদের একটি মেয়ে। জানা গিয়েছে, কয়েক বছর ধরে সোনালি ওই এলাকার বাসিন্দা রাজা টেনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে যায় সোনালির মেয়ে। মায়ের সঙ্গে তার এই নিয়েই ঝামেলাও হয় একাধিকবার।

অভিযোগ, এরইমধ্যে মেয়েকে বদ্ধ করে পুড়িয়ে মারার চেষ্টা করেন সোনালি। বিষয়টি জানতে পেরে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে মেয়ে। গত ১ তারিখ পুলিশ মেয়ের অভিযোগের ভিত্তিতে সোনালিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর প্রেমিককেও গ্রেফতার করা হয়। পুলিশ সোনালি ও তাঁর প্রেমিকের মোবাইল সিজ় করেছে। তা থেকে মেয়েকে খুনের চেষ্টার পরিকল্পনার প্রমাণও পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার বাড়ি থেকেই সোনালিকে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রেমিক প্রসূনকেও গ্রেফতার করা হয়। আপাতত দু’জনকে জেরা করছে পুলিশ। ধৃতদের মঙ্গলবারই আলিপুর আদালতে পেশ করা হবে।