Gold Seized: জিন্সের প্যান্টেই লুকোনো ছিল রহস্য, হাতেনাতে পর্দা ফাঁস বিমানবন্দরে

Kolkata: এরআগেও দেখা গিয়েছে কারও অন্তর্বাসে, কারও জুতোর সোলে বাজেয়াপ্ত হয়েছে কোটি টাকার সোনা।

Gold Seized: জিন্সের প্যান্টেই লুকোনো ছিল রহস্য, হাতেনাতে পর্দা ফাঁস বিমানবন্দরে
অভিযুক্ত যুবক।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 8:33 PM

কলকাতা: বিমানবন্দরে (Kolkata Airport) সোনা পাচারের নিত্যনতুন কৌশল। এবার জিন্সের প্যান্টের কোমরের অংশের ভিতরে সোনার পেস্ট ঢুকিয়ে সেলাই করে সেই প্যান্ট পরে এক দেশ থেকে অন্য দেশে আসার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক দফতরের আধিকারিকদের চোখ এড়িয়ে গেলেও শেষ রক্ষা হল না হিমাংশু নামে ওই যুবকের। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের হাতে গ্রেফতার হলেন ১.৭০০ গ্রাম সোনার পেস্ট-সহ তিনটি প্যাকেটে মোরকজাত অবস্থায় উদ্ধার হল সোনার পেস্ট। ভারতীয় মুদ্রায় ৮০ লক্ষ টাকা যার বাজারদর। পরবর্তী সময় শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় ওই যাত্রীকে।

বিমানবন্দর সূত্র মারফত খবর, বুধবার গভীর রাতে দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের বিমান এফজেড ৪৫৯ চেপে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন ওই যাত্রী। ১২টা ১৫ নাগাদ বিমান বন্দর থেকে বেরোনোর সময় শুল্ক দফতরের আধিকারিকদের চোখে এড়িয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কানেক্টিং ফ্লাইটে বৃহস্পতিবার ভোরে জয়পুরে রওনা দেওয়ার কথা ছিল তাঁর।

এদিন সকালে ০৫৪৫ ইন্ডিগোর বিমান সিক্স-ই ৬৩৯৬ করে জয়পুরের উদ্দেশে রওনা দেওয়ার আগেই বিমানবন্দরে নিযুক্ত সিআইএসএফের ওই যাত্রীর চলাফেরায় সন্দেহ হয়। প্রথমে ডিএফএমডির কাছে তাঁকে আটক করা হয়। জিন্সের প্যান্টের কোমরের অংশের তিনটি প্যাকেটে সোনার পেস্ট লুকিয়ে জয়পুরের উদ্দেশে নিয়ে যাওয়ার আগেই ধরা পড়েন সিআইএসএফ কর্মীদের হাতে। ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কী উদ্দেশে এই সোনার পেস্ট ওই যুবক নিয়ে যাচ্ছিলেন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে।