New Year Celebration: বাঁধভাঙা উচ্ছ্বাস, বেপরোয়া গতি; বর্ষবরণের রাতে ট্র্যাফিক আইন ভেঙে শ্রীঘরে ৬৬৪

New Year 2023: দু'বছর কোভিডের কাঁটা পার করে এবার হুল্লোড়ে বর্ষবরণ করেছে তিলোত্তমা। কলকাতার বিভিন্ন বিনোদন পার্কগুলিতে এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো। একই ছবি বিধাননগরেও।

New Year Celebration: বাঁধভাঙা উচ্ছ্বাস, বেপরোয়া গতি; বর্ষবরণের রাতে ট্র্যাফিক আইন ভেঙে শ্রীঘরে ৬৬৪
উপচে পড়া ভিড় শ্রীভূমি চত্বরে। সেখানেও চলছে কার্নিভাল।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2023 | 9:03 PM

কলকাতা: বর্ষবরণের (New Year 2023) রাত মানেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসে কখনও কখনও মিশে যায় নিয়ম ভাঙার প্রবণতাও। সেই প্রবণতায় কখনও আইনকে বুড়ো আঙুল দেখানো হয়, কখনও আবার অন্যকে বিড়ম্বনায় পড়তে হয়। বর্ষবরণের রাতে মদ্যপান করে উচ্ছৃঙ্খলতা, গোলমাল ছড়ানোর অভিযোগে কলকাতা পুলিশ ৫৪০ জনকে গ্রেফতার করেছে। ট্র্যাফিক আইন ভঙ্গ করায় গ্রেফতার করা হয়েছে ৬৬৪ জনকে। গতির খেলা দেখাতে গিয়ে গ্রেফতার হন ১৮৭ জন। হেলমেট না পরায় গ্রেফতার হন ৯৫ জন বাইক আরোহী, ১৪৮ জন বাইক চালক। মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে গ্রেফতার হন ১৭৯ জন। অন্যান্য ঘটনায় ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিধাননগর কমিশনারেটের তরফে গোলমালের চেষ্টায় ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও তিনজনকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৪৮০টি গাড়ি। এর মধ্যে ৪০টি গাড়ির চালক মদ্যপ ছিলেন, ৮টি গাড়ির গতি বেশি ছিল, ১৩৮টি গাড়ি সিগন্যাল ভাঙে।

কড়া নজরদারিতে এবার মুড়ে ফেলা হয়েছিল শহর কলকাতা। সবথেকে ভিড় হয় যে পার্ক স্ট্রিট এলাকায়, সেখানেই ২০টি ‘সিটি ওয়াচ’ টিমের নজরদারি ছিল। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় ছিল ৩০টি পুলিশ সহায়তা কেন্দ্র। পর্যাপ্ত মহিলা ও পুলিশ সিভিকও মোতায়েন করা হয়েছি শহরে। শহরজুড়ে ৯৭টি জায়গায় ছিল গাড়ি চেকিং পয়েন্ট। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ছিল পুলিশি পাহারা। গাড়ির গতি সবসময়ই নজরে ছিল কলকাতা পুলিশের।

দু’বছর কোভিডের কাঁটা পার করে এবার হুল্লোড়ে বর্ষবরণ করেছে তিলোত্তমা। কলকাতার বিভিন্ন বিনোদন পার্কগুলিতে এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো। চার্চ থেকে চিড়িয়াখানায় রেকর্ড ভিড়। কলকাতার পাশাপাশি বিধাননগর কমিশনারেটের আওতাধীন ইকো পার্ক, নিকো পার্ক-সহ বিভিন্ন হোটেল-রেস্তোরাঁগুলিতে পা ফেলার জায়গা ছিল না। রাস্তায় দু’ চাকা, চার চাকার বেপরোয়া গতি রুখতে সারা রাত চলেছে নজরদারি। পর্যাপ্ত টিম মোতায়েন করা হয়েছিল বিধাননগরের বিভিন্ন রাস্তায়।