Fire: খাস কলকাতায় কাপড়ের দোকানে ভয়াবহ আগুন, পুড়ে খাক কাপড়ের স্তূপ
Fire: কী থেকে আগুন তা এখনও স্পষ্ট নয়। এই এসি মার্কেটে প্রায় ২০০-র উপরে দোকান। সবক'টিই কাপড়ের দোকান। ফলে আগুন যদি ছড়িয়ে পড়ত তা হলে তা ভয়াবহ আকার নিতে পারত।
কলকাতা: মেটিয়াবুরুজের বটতলা ডায়মন্ড এসি মার্কেটে ভয়াবহ আগুন (Fire)। পরপর চার-পাঁচটি কাপড়ের দোকানে আগুন লাগে মঙ্গলবার। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। পুড়ে ছাই দোকানের একাধিক জিনিসপত্র। কী থেকে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এই এসি মার্কেটে প্রায় ২০০-র উপরে দোকান। সবক’টিই কাপড়ের দোকান। ফলে আগুন যদি ছড়িয়ে পড়ত তা হলে তা ভয়াবহ আকার নিতে পারত। তবে দ্রুততার সঙ্গে দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও পকেট ফায়ারের সম্ভাবনা থাকছে বলেই মনে করছে দমকল। মার্কেটে সরু গলি। তারই দু’পাশে দোকান। তার মধ্যেই একাধিক দোকানে আগুন লেগে যায়। প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগও পেতে হয় দমকল কর্মীদের। কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে জল দেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরের দিকে মার্কেট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরই দমকলে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। আগুনের শিখা না দেখা গেলেও ধোঁয়া রয়েছে এখনও। সবই যেহেতু কাপড়ের দোকান তাই এলাকাবাসীর মধ্যে যেমন আতঙ্ক ছড়ায়, ভোর ভোর ফোন পেয়ে আতঙ্কে ব্যবসায়ীরাও। ছুটে আসেন সকলে।
একদিকে যখন দমকলের কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত, কয়েকটি দোকানের কর্মচারিদের নিজেদের সম্ভার কোনওভাবে নিয়ে বেরিয়ে আসতেও দেখা যায়। সামনেই উৎসবের মরসুম। তার আগে এমন অগ্নিকাণ্ডে চিন্তায় ব্যবসায়ীরাও। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকেরাও। ধোঁয়া আটকানো গেলে এরপর শুরু হবে কুলিং প্রসেস।