Gangasagar: এবার বাড়ি বসেই গঙ্গাসাগরের গঙ্গাজল, ডাক মারফত পৌঁছে যাবে সারা দেশে

GPO: সোমবার জিপিও থেকে গঙ্গাসাগরের গঙ্গাজল বিক্রির সূচনা হয়। উদ্বোধন করেন কলকাতার পোস্ট মাস্টার জেনারেল বা পিএমজি সঞ্জীব রঞ্জন ও পিএমজি মেল অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট অনিল কুমার।

Gangasagar: এবার বাড়ি বসেই গঙ্গাসাগরের গঙ্গাজল, ডাক মারফত পৌঁছে যাবে সারা দেশে
গঙ্গাসাগরের গঙ্গাজল বিক্রি করবে ডাক বিভাগ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 10:15 AM

কলকাতা: একটা সময় গঙ্গাজল আনতে গঙ্গার ঘাটে ছুটতেন বাড়ির কর্তারা। কিন্তু এখন ছোটেন বাজারে। কলকাতা শহরে তো বটেই, এখন শহরতলিতেও এ ছবি দেখা দৃশ্যমান। বাজারে বোতল ভর্তি গঙ্গাজল বিক্রি হয় চড়া দামে। অনেকের মনে সংশয়ও থেকে যায়, সে জল আদৌ পুণ্যতোয়ার নাকি এলাকায় ট্যাপ কলের! সেসব দিকে নজরে রেখে এবার পোস্ট অফিসে পাওয়া যাবে গঙ্গাজল। তাও আবার গঙ্গাসাগরের গঙ্গাজল। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল এই উদ্যোগ নিয়েছে।

সোমবার জিপিও থেকে গঙ্গাসাগরের গঙ্গাজল বিক্রির সূচনা হয়। উদ্বোধন করেন কলকাতার পোস্ট মাস্টার জেনারেল বা পিএমজি সঞ্জীব রঞ্জন ও পিএমজি মেল অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট অনিল কুমার। প্রথমে প্রধান ডাকঘর থেকেই এই গঙ্গাসাগরের গঙ্গাজল বিক্রি করা হবে। তারপর হাজারের বেশি ছোট ডাকঘর থেকেও তা বিক্রি করা হবে।

গঙ্গোত্রীর গঙ্গাজলের সঙ্গে সামঞ্জস্য রেখেই গঙ্গাসাগরের গঙ্গাজলের দাম ও পরিমাণ নির্ধারিত করা হয়েছে বলে জানান তাঁরা। ২৫০ মিলি বোতল প্রতি দাম দিতে হবে ৩০ টাকা। সাগরের পুণ্যক্ষেত্রে বছরভর পুণ্যার্থীর যাতায়াত। মকর সংক্রান্তিতে সাগরস্নানে লক্ষ লক্ষ মানুষ আছেন। অনেকেরই বিশ্বাস, এই গঙ্গাসাগরে একবার ডুব দিলে ঘুচে যায় সমস্ত গ্লানি। মানুষের সেই আস্থা, বিশ্বাসকে সম্মান জানিয়েই ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের এই উদ্যোগ। এর ফলে শুধু বাংলার মানুষই নন, গঙ্গাসাগরের গঙ্গার স্পর্শ পাবেন সারা দেশের মানুষ।