Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HS Exam 2023: টোকাটুকি রুখতে এবার কঠোর পথে উচ্চমাধ্যমিক সংসদ, একগুচ্ছ নির্দেশিকা জারি

HS 2023: উচ্চমাধ্যমিকের পাশাপাশি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিয়েও একই নির্দেশিকা।

HS Exam 2023: টোকাটুকি রুখতে এবার কঠোর পথে উচ্চমাধ্যমিক সংসদ, একগুচ্ছ নির্দেশিকা জারি
উচ্চ মাধ্যমিক নিয়ে নির্দেশিকা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2023 | 7:33 PM

কলকাতা: ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক ২০২৩ (HS Examination 2023)। সোমবারই এই পরীক্ষার সঙ্গে যুক্ত স্কুলের প্রধান, শিক্ষক, শিক্ষিকা, সেন্টার ইন চার্জদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট, পরীক্ষায় কোনওরকম টোকাটুকি রুখতে বা প্রশ্নপত্র যাতে কোনওভাবেই ফাঁস না হয়, তার জন্য কঠোরভাবে নজরদারি চলবে সংসদের। উচ্চমাধ্যমিকের পাশাপাশি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিয়েও একই নির্দেশিকা। কোনওভাবেই পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের মূল গেটে দায়িত্বপ্রাপ্ত পুলিশ মোবাইল চেকিং করবেন। নজর রাখতে হবে ভেন্যু সুপারভাইজারকেও।

শুধু পরীক্ষার্থীরাই নয়, ভেন্যু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি ছাড়া কোনও শিক্ষাকর্মীই ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না।

বিদ্যালয়ের প্রধানদের জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার্থীরা যখন অ্যাডমিট কার্ড নিতে আসবেন, তখনই যেন মোবাইলের বিষয়ে জানিয়ে দেওয়া হয়।

পরীক্ষা শুরু হওয়ার পর কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর ভেন্যুর বাইরে যাওয়া নিষিদ্ধ।

সারা রাজ্যে প্রায় ২৩৫টি পরীক্ষাকেন্দ্র ‘স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই পরীক্ষাকেন্দ্রগুলির বাইরে বসছে মেটাল ডিটেক্টর। যার মাধ্যমে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স গেজেট চেকিং-এর ব্যবস্থা করা হবে।

প্রত্যেক পরীক্ষাকক্ষের বাইরে থাকবেন ২ জন পরিদর্শক। তাঁরাই কারও কাছে মোবাইল ফোন রয়েছে কি না তা নিশ্চিত করে প্রশ্নপত্র দেবেন।

যে কক্ষে যে বিষয়ের পরীক্ষা হবে, সেই বিষয়ের শিক্ষক সেই কক্ষে পরিদর্শকের ভূমিকায় থাকতে পারবেন না।

প্রতি ভেন্যুতে ভেন্যু সুপারভাইজারকে বিশেষ দায়িত্ব-সহ আইকার্ড দেওয়া হবে।

কোনও ভেন্যু সম্পর্কে যদি কোনও বিশৃঙ্খলা, ভাঙচুর, টোকাটুকির অভিযোগ ওঠে, তাহলে সেই স্কুলের রেজাল্ট সাময়িকভাবে আটকে যেতে পারে।

পরীক্ষা শুরুর পর ১ ঘণ্টা পর্যন্ত কাউকে টয়লেট যাওয়ার অনুমতি দেওয়া হবে না এবং ১২টা ৪৫-এর আগে কোনও পরীক্ষার্থী হল থেকে বেরোতে পারবে না। ১ ঘণ্টা পর টয়লেটে গেলে খাতা ও প্রশ্নপত্র জমা রেখে যেতে হবে।