Moloy Ghatak on Coal Scam Case: কয়লাকাণ্ডের তদন্তে প্রশ্নপত্র পাঠিয়েছিল ইডি, লিখিত উত্তর দিলেন মন্ত্রী মলয় ঘটক

Coal Scam: সূত্রের দাবি, মলয় ঘটকের উত্তর খতিয়ে দেখেই তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Moloy Ghatak on Coal Scam Case: কয়লাকাণ্ডের তদন্তে প্রশ্নপত্র পাঠিয়েছিল ইডি, লিখিত উত্তর দিলেন মন্ত্রী মলয় ঘটক
কয়লাকাণ্ডে ইডির স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 6:59 PM

কলকাতা: কয়লাকাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (Enforcement Directorate)। দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠানো হয় তাঁকে। কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে যান। এরপরই ইডির (ED) তরফে একটি প্রশ্নপত্র পাঠানো হয় আইনমন্ত্রীর কাছে। ইডি সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারীদের সমস্ত প্রশ্নের উত্তর লিখে পাঠিয়েছেন মলয় ঘটক। তাঁর আইনজীবী মারফৎ এই উত্তরপত্র পৌঁছেছে ইডির কাছে। কয়লাকাণ্ডে এর আগেও মলয় ঘটককে তলব করা হয়। কিন্তু পর পর তিনবার সেই তলব এড়িয়ে যান তিনি। গত ২ ফেব্রুয়ারি মলয় ঘটককে নোটিস পাঠায় ইডি। ৮ ফেব্রুয়ারি দিল্লিতে হাজির হতে বলা হয় তাঁকে। সূত্রের খবর, এই নোটিস পাওয়ার পরই রাজ্যের মন্ত্রী জানিয়ে দেন, তিনি অসুস্থতার জন্য এই মুহূর্তে রাজধানীতে যেতে পারবেন না।

ইডি সূত্রে খবর, এরপরই তাঁর হাতে একটি প্রশ্নমালা আসে। কেন্দ্রীয় তদন্তকারীরা সেই প্রশ্নগুলির উত্তর লিখিত আকারে জানতে চান। সেই সমস্ত প্রশ্নের জবাবই মলয় ঘটক ইডিকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। তাঁর আইনজীবী ইডির দফতরে তা পৌঁছে দিয়েছেন ইতিমধ্যেই। সূত্রের দাবি, মলয় ঘটকের উত্তর খতিয়ে দেখেই তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটকের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে উঠে এসেছে। সেই সমস্ত দিক খতিয়ে দেখতেই মলয় ঘটককে তলব করা হচ্ছে বারবার। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। যদিও এখনও পর্যন্ত একবারই সে সুযোগ তদন্তকারীরা পেয়েছেন।

২০২১ সালের অক্টোবর মাসে কয়লাকাণ্ডের তদন্তে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন মলয় ঘটক। সেই সময় একাধিক বিষয় তাঁর কাছ থেকে জানকে চাওয়া হয়। প্রায় ৯ ঘণ্টা ধরে সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলে। এরপর আর তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেনি ইডি। তবে এবার লিখিত আকারে ইডির একাধিক প্রশ্নের জবাব আইনমন্ত্রী পাঠালেন বলেই সূত্রের খবর।

তবে এভাবে প্রশ্নপত্র পাঠিয়ে ইডির তদন্তে অগ্রগতি আনা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, কয়লাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ মামলায় একাধিক হেভিওয়েট নাম উঠে এলেও এখনও সে অর্থে বড় কোনও পদক্ষেপ ইডির তরফে দেখা যায়নি। ইডি কেন সাক্ষীদের কলকাতায় কোথাও জিজ্ঞাসাবাদ করে না, তা নিয়েও সম্প্রতি কলকাতা হাইকোর্টে এক শুনানির সময় প্রশ্ন ওঠে। কয়লাকাণ্ডে ইডিকে ভর্ৎসনা করে আদালত। কেন একজন সাক্ষীকেও কলকাতায় জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। নিজাম প্যালেস বা অন্য দফতরে কেন কাউকে জিজ্ঞাসাবাদ করছে না ইডি প্রশ্ন তুলে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়।

বিচারপতি রাজাশেখর মান্থা জানতে চান, “ইডি কি এতই অযোগ্য যে একজন সাক্ষীকেও কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারছে না? আদালত তো তদন্ত করতে না করেনি। তা সত্ত্বেও কোনও সদর্থক পদক্ষেপ কেন নেই? নিজাম প্যালেস বা অন্যত্র কেন জিজ্ঞাসাবাদ করছে না ইডি?”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা