Bratya Basu: শিক্ষায় দুর্নীতির অভিযোগ নিয়ে সিনেমা? চমকপ্রদ উত্তর এল ব্রাত্যর থেকে
Bratya Basu: ব্রাত্য বসুর কথায়, দর্শক যাতে 'এন্টারটেইনড' হন, সেই মতো সিনেমা বানান তিনি। টিভি নাইন বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় ব্রাত্য জানালেন, সিনেমা বানানোর সময় তিনি নিজেকে দর্শকের আসনে বসিয়ে দেখেন। সেই মতো সিনেমা বানান।
কলকাতা: তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী। দু’দফায় রাজ্যের শিক্ষা দফতরের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। প্রথম দফায় পার্থ চট্টোপাধ্যায়ের পূর্বসূরি হয়ে। পরের টার্মে পার্থর উত্তরসূরি হয়ে। শিক্ষা দফতরের কাজকর্মের বিষয়ে বিস্তর অভিজ্ঞতা রয়েছে ব্রাত্য বসুর। তবে তিনি তো শুধু মন্ত্রী নন, রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো ছাড়াও ব্রাত্যর আরও একটি পরিচয় রয়েছে নাট্য দুনিয়ায়। তিনি একাধারে নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। দক্ষিণ দমদমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তাঁর নতুন সৃষ্টি ‘হুব্বা’ নিয়েও ভীষণ চর্চা হচ্ছে সিনে পাড়ায়।
ব্রাত্য বসুর কথায়, দর্শক যাতে ‘এন্টারটেইনড’ হন, সেই মতো সিনেমা বানান তিনি। টিভি নাইন বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় ব্রাত্য জানালেন, সিনেমা বানানোর সময় তিনি নিজেকে দর্শকের আসনে বসিয়ে দেখেন। সেই মতো সিনেমা বানান। সেই একান্ত আলাপচারিতার সময়েই ব্রাত্যকে তিনটি অপশন দেওয়া হয়েছিল। ব্যাপম কেলঙ্কারি, বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি নাকি বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ, কোনটা নিয়ে সিনেমা বানাতে চাইবেন ব্রাত্য? উত্তরও এল বেশ চমকপ্রদ। শিক্ষামন্ত্রী তথা চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসুর কথা, তিনটি বিষয়ের মধ্যেই বিনোদনের উপাদান রয়েছে যথেষ্ট।
টিভি নাইন বাংলাকে জানালেন, “আমি তো বিষয় ধরে সিনেমা করি না। যেটা মানুষকে বেশি এন্টারটেইন করবে, আমি সেটা ধরে সিনেমা করি। তিনটের মধ্যেই যথেষ্ট এন্টারটেইনিং এলিমেন্ট আছে। আমাকে রিসার্চ করে দেখতে হবে, কোনটা বেশি এন্টারটেইনিং। যেটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে, আমি সেটা করব।”