WB Panchayat Elections: প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ বিজেপি সাংসদের, রাজভবনের পিস রুমে এল অভিযোগ

Raj Bhawan: ইতিমধ্যেই একাধিক অভিযোগ রাজভবনের পিস রুমে এসে পৌঁছেছে। মুখ্যসচিব ও রাজ্য নির্বাচন কমিশনারকে বিষয়টি জানিয়েছে রাজভবন।

WB Panchayat Elections: প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ বিজেপি সাংসদের, রাজভবনের পিস রুমে এল অভিযোগ
রাজভবন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 10:45 PM

কলকাতা: ভোটের বাংলায় হিংসার অভিযোগ। সেই অভিযোগের যথাযথ বিচার হচ্ছে না বলেই অভিযোগ তুলেছে বিরোধীরা। এ নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে অভিযোগও জানিয়েছে তারা। এরইমধ্যে শনিবার রাজভবনে খোলা হয় ‘পিস রুম’। লক্ষ্য, ভোট নিয়ে যা অভিযোগ, সবটা রাজভবন নজরে আনবে। এরপর তা রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হবে রাজভবন থেকেই। এ নিয়ে বিতর্কও কম হচ্ছে না। তবে এসবের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ পিস রুমে। রাজভবন সূত্রে খবর, দার্জিলিংয়ের বিজেপি সাংসদের একটি গুরুতর অভিযোগ সেখানে এসেছে। সেখানে প্রাণনাশের হুমকির অভিযোগ জানিয়েছেন সাংসদ রাজু বিস্তা।

এ নিয়ে রাজ্যপাল প্রাথমিকভাবে রাজ্য নির্বাচন কমিশনার এবং মুখ্য সচিবের সঙ্গে কথাও বলেন বলে খবর। শুধু তাই নয়, রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা এই বিষয়ে রাজভবনকে জানিয়েছেন, দার্জিলিংয়ের জেলাশাসককে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সত্যিই এ নিয়ে কোনও ব্যবস্থা নিল কি না তাও খতিয়ে দেখবে পিস রুম। বিষয়টি নিয়ে রিপোর্টও দেবে রাজ্যপালকে। রবিবার রাতেই সেই রিপোর্ট যাবে বলে জানা গিয়েছে।

মনোনয়নপর্ব শুরু হতেই ভাঙড়, ক্যানিং, মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জায়গায় বিরোধীদের উপর হামলার অভিযোগ ওঠে। মারামারি, গুলি, বোমা, বারুদের রাজনীতিতে কাঁপতে শুরু করে বাংলা। গত বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন ভাঙড়ে যে হিংসার ছবি উঠে এসেছে তা নিয়ে চিন্তিত রাজ্যপাল পরদিনই ভাঙড়ে যান। ঘটনাস্থল খতিয়ে দেখেন। কথা বলেন স্থানীয় প্রশাসনের সঙ্গে। এরপরই শনিবার যান ক্যানিং। সেখানেই সরেজমিনে খতিয়ে দেখেন পরিস্থিতি। দু’জায়গা থেকেই রাজ্যপালের বার্তা ছিল, গণতন্ত্র বিপর্যস্ত হয়, এমন কোনও কিছু বরদাস্ত করা হবে না। হিংসার কোনও জায়গা নেই গণতন্ত্রের উৎসবে। এরপরই পিস রুমের মতো পরিষেবা চালু করে রাজভবন।