Panchayat Election 2023: সময় পেরিয়ে যাওয়ার ৯ দিন পর তৃণমূল প্রার্থীর মনোনয়ন? মামলায় কী বললেন বিচারপতি সিনহা
Calcutta High Court: পঞ্চায়েতের মনোনয়ন জমার শেষ দিন ছিল ১৫ জুন। অথচ ওই তৃণমূল প্রার্থী ২৪ জুন অর্থাৎ, শেষ দিন পেরিয়ে যাওয়ার ৯ দিন পর মনোনয়ন জমা করেছেন বলে অভিযোগ। সেই মামলায় এবার বিডিও অফিসের ভিডিয়ো ফুটেজ চেয়ে পাঠালেন বিচারপতি অমৃতা সিনহা।
কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) নিয়ে মামলার শেষ নেই। একের পর এক মামলা। আর এরই মধ্যে অভিযোগ উঠেছে, এক তৃণমূল প্রার্থী নাকি মনোনয়নের (Nomination of Panchayat) দিনক্ষণ পেরিয়ে যাওয়ার পরও নমিনেশন জমা করেছেন। সেই নিয়েও মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিনহার একক বঞ্চে সেই মামলা উঠেছে। পঞ্চায়েতের মনোনয়ন জমার শেষ দিন ছিল ১৫ জুন। অথচ ওই তৃণমূল প্রার্থী ২৪ জুন অর্থাৎ, শেষ দিন পেরিয়ে যাওয়ার ৯ দিন পর মনোনয়ন জমা করেছেন বলে অভিযোগ। সেই মামলায় এবার বিডিও অফিসের ভিডিয়ো ফুটেজ চেয়ে পাঠালেন বিচারপতি অমৃতা সিনহা।
কোথায় ঘটেছে এমন ঘটনা? এটাও সেই কেষ্টভূম বীরভূমেই। বীরভূমের নলহাটিতে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন আশাধন মাল। তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন। অভিযোগ উঠেছে, ওই প্রার্থী মনোনয়নের সময় দুই জায়গায় সই করছেন, এবং দুই জায়গাতেই তারিখ রয়েছে ২৪ জুন। মনোনয়নের শেষ দিন পেরিয়ে যাওয়ার এতদিন পর কীভাবে নমিনেশন? সেই প্রশ্ন তুলেই মামলা করা হয়েছিল আদালতে। শুক্রবার মামলার শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয়, ওই মনোনয়নটি ২৪ তারিখ নয়, ১৪ তারিখ জমা পরেছে।
রাজ্যের বক্তব্য, সই করার সময়ে তারিখ লেখার ক্ষেত্রে ভুল হতে পারে। বিষয়টি যে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তা আদালতে বোঝানোর চেষ্টা করে রাজ্য। সেই শুনে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, ওই বিডিও অফিসের ১৪ তারিখের ভিডিয়ো ফুটেজ আদালতে জমা করার জন্য। আগামী ৫ জুলাই ওই ভিডিয়ো ফুটেজ হাইকোর্টের কাছে জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিডিওকে। এখন দেখার ৫ তারিখ হাইকোর্টে সেই ভিডিয়ো ফুটেজ জমা পরার পর মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়।