Panchayat Election 2023: কত বাহিনী এল এখনও পর্যন্ত? কী বলছেন রাজীব সিনহা
Rajiva Sinha: শুক্রবার কমিশনের অফিস থেকে বেরনোর সময় রাজীব সিনহার কাছে জানতে চাওয়া হয়েছিল, কত বাহিনী এসেছে রাজ্যে। কিন্তু সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া গেল না রাজীব সিনহার কাছে। গাড়িতে উঠতে উঠতে বলে গেলেন, 'আপডেটিং চলছে'।
কলকাতা: রাত পোহালেই পঞ্চায়েত ভোট। আর তার আগের রাতেও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা স্পষ্টভাবে জানালেন না, কত বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে। শুক্রবার কমিশনের অফিস থেকে বেরনোর সময় রাজীব সিনহার কাছে জানতে চাওয়া হয়েছিল, কত বাহিনী এসেছে রাজ্যে। কিন্তু সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া গেল না রাজীব সিনহার কাছে। গাড়িতে উঠতে উঠতে বলে গেলেন, ‘আপডেটিং চলছে’। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশনের অফিসে একটি চিঠি এসেছে পৌঁছেছে। বিএসএফের আইজির পক্ষ থেকে ওই চিঠিটি পাঠানো হয়েছে বলে খবর।
শুক্রবার কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটকেন্দ্রে পৌঁছল, কত কোম্পানি বাহিনীকে মোতায়েন করা হচ্ছে, সেই বিষয়ে জানানোর জন্য বলা হয়েছে ওই চিঠিতে। রাত আটটার মধ্যেই সেই তথ্য জানাতে বলা হয়েছিল বলে সূত্রের খবর। তবে এদিন আটটার কিছু আগে কমিশনের অফিস থেকে যখন রাজীব সিনহার বেরচ্ছিলেন, তখনও এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা গেল না। তবে কমিশন সূত্রে খবর, বাহিনী মোতায়েনের দায়িত্ব বিএসএফের আইজির। সেক্ষেত্রে এই ব্যাপারে কমিশন কোনও সিদ্ধান্ত নেবে না এবং কমিশনের কিছু জানানোর নেই।
রাত পোহালেই রাজ্যে প্রায় সাড়ে ৬০ হাজার বুথে ভোটগ্রহণ। ব্যালট বাক্সে নিজেদের মত জানাবে গ্রাম বাংলার মানুষ। এখনও পর্যন্ত কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। আজও বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আসা হয়েছে রাজ্যে। লেহ থেকে এয়ার লিফ্ট করে বাহিনী নিয়ে আসা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কত বাহিনী এসে পৌঁছল বাংলায় সেটা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।