Tapas Roy: মুখ্যমন্ত্রীর বোমা উদ্ধারের নির্দেশ ঠিকভাবে কার্যকর হলে ভাল হত: তাপস রায়
Tapas Roy: উদ্বেগের সুর বর্ষীয়ান তৃণমূল বিধায়ক তাপস রায়ের গলাতেও। বলছেন, 'মুখ্যমন্ত্রী বহুদিন আগেই সতর্ক করেছিলেন। যদি সেই মতো সঠিকভাবে বোমা উদ্ধার হত, তাহলে ভাল হত।'
কলকাতা: ভোট পর্বের অনেক আগে থেকেই অশান্তি ও গোলমালের অভিযোগ উঠছিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। জায়গায় জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। নির্বাচন পরবর্তী সময়েও সেই ধারা অব্যাহত। আজও বোমা উদ্ধার হয়েছে বাংলায়। গতরাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যুও হয়েছে মালদার বৈষ্ণবনগরে। রাজ্যের বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগের সুর বর্ষীয়ান তৃণমূল বিধায়ক তাপস রায়ের গলাতেও। বলছেন, ‘মুখ্যমন্ত্রী বহুদিন আগেই সতর্ক করেছিলেন। যদি সেই মতো সঠিকভাবে বোমা উদ্ধার হত, তাহলে ভাল হত।’
পাশাপাশি নির্বাচনী অশান্তি ও গন্ডগোল নিয়েও আজ মুখ খুললেন তৃণমূল বিধায়ক। আমতার গন্ডগোল ও হিংসার অভিযোগ প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল তাপসবাবুকে। বলছেন, ‘ইতিমধ্যেই দলনেত্রী যা নির্দেশ দেওয়ার তা দিয়েছেন। পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।’ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই ধরনের ঘটনা আর ঘটবে না বলেও আশাবাদী তাপস রায়। একইসঙ্গে পুলিশের ভূমিকাতেও কিছুটা খামতি ছিল, সে কথাও মেনে নিচ্ছেন তিনি। ভোটপর্বের সামগ্রিক অশান্তির পরিস্থিতি প্রসঙ্গে বললেন, ‘আর একটু সক্রিয় ও সতর্ক হওয়া উচিত ছিল। আগাম খবর রাখা উচিত ছিল পুলিশের।’
উল্লেখ্য, বোমা-অস্ত্র উদ্ধারের বিষয়ে মুখ্যমন্ত্রীর অনেকদিন ধরেই পুলিশ প্রশাসনকে সতর্ক করে আসছেন। গতবছর বগটুইয়ের অগ্নিকাণ্ডের পরও সেখানে গিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। নির্দেশ দিয়েছিলেন, বোমা-অস্ত্র উদ্ধার করার জন্য। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পর জেলায় জেলায় বোমা-অস্ত্র উদ্ধারের দৃশ্যও দেখা গিয়েছিল। কিন্তু পঞ্চায়েত ভোটপর্বে জায়গায় জায়গায় বোমাবাজির অভিযোগ। বিরোধীরা বার বার প্রশ্নবাণে বিদ্ধ করছে শাসক শিবিরকে। আর এসবের মধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ শোনা গেল বর্ষীয়ান তৃণমূল বিধায়কের গলাতেও। পুলিশের যে আরও সক্রিয় ও সতর্ক হওয়া দরকার ছিল, তাও বলতে কোনও রাখ-ঢাক রাখলেন না।