Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir: ২২ জানুয়ারির প্রস্তুতিতে সব জেলার পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক, কী বার্তা এল

Meeting of Top Police Officials: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চের স্পষ্ট নির্দেশ রয়েছে এই মিছিল নিয়ে। কোনও বক্তব্যে ধর্মীয় আবেগে আঘাত না হয়, সেই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ট্র্যাফিকের সমস্যার বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের সেই সতর্কতা মাথায় রেখে সব জেলা যেন অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা রাখে, সেই নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার পুলিশের বৈঠকে।

Ram Mandir: ২২ জানুয়ারির প্রস্তুতিতে সব জেলার পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক, কী বার্তা এল
কলকাতার রাস্তায় পুলিশের নজরদারি (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2024 | 7:54 PM

কলকাতা: আগামী সোমবার ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সেদিনই আবার কলকাতায় বড় মিছিল রয়েছে তৃণমূল কংগ্রেসের। কলকাতায় হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত ‘সংহতি মিছিলের’ ডাক দিয়েছে তৃণমূল। এর পাশাপাশি সব জেলাতেও ওদিন কর্মসূচি রয়েছে তৃণমূলের। এসবের মধ্যেই শুক্রবার সব জেলার পুলিশ সুপারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চের স্পষ্ট নির্দেশ রয়েছে এই মিছিল নিয়ে। কোনও বক্তব্যে ধর্মীয় আবেগে আঘাত না হয়, সেই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ট্র্যাফিকের সমস্যার বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের সেই সতর্কতা মাথায় রেখে সব জেলা যেন অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা রাখে, সেই নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার পুলিশের বৈঠকে।

প্রশাসনিক সূত্রের খবর, ওই দিন কলকাতায় বড় মিছিল রয়েছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু বিরোধীরা কোথায় কত মিছিল বা অনুষ্ঠান করবেন, তার কোনও অনুমতি চাওয়া হয়নি পুলিশের কাছে। ফলে ওই দিন জেলায় জেলায় খোঁজ নিতে বলা হয়েছে, কারা কী করতে চলেছে। সূত্রের খবর, সেই মতো ব্যবস্থা করতে বলা হয়েছে। যাতে কোথাও দু’তরফের মধ্যে কোনও গোলমাল না বেঁধে যায়, তার দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে গোটা দেশে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন গোটা দেশে ‘অকাল দীপাবলি’ পালনের ডাক দিয়েছেন। সেক্ষেত্রে বাংলাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ জানুয়ারির আগে তাই বাড়তি সতর্ক পুলিশ প্রশাসনও।