Kuntal Ghosh: ‘নিয়োগে কোনও দুর্নীতিই হয়নি, পঞ্চায়েতের জন্যই আটকে রাখা হচ্ছে না তো?’, সন্দেহ কুন্তলের

Recruitment Scam: বহিষ্কৃত তৃণমূল নেতা আজ সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে বললেন, 'রাজনৈতিক শিকার। আমাদের এখানে কোনও দুর্নীতি হয়নি, তার প্রমাণ আপনারা পেয়েছেন। ইডি কিছুই সাবমিট করতে পারছে না।'

Kuntal Ghosh: 'নিয়োগে কোনও দুর্নীতিই হয়নি, পঞ্চায়েতের জন্যই আটকে রাখা হচ্ছে না তো?', সন্দেহ কুন্তলের
কুন্তল ঘোষ (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 6:39 PM

কলকাতা: নিয়োগের ক্ষেত্রে নাকি কোনও দুর্নীতিই (Recruitment Scam) হয়নি। এবার এমনই দাবি কুন্তল ঘোষের। তাঁর বক্তব্য, পঞ্চায়েত ভোটের জন্যই হোক, কিংবা অন্য কোনও কারণেই হোক… তাঁদের হেনস্থা করতেই আটকে রাখা হচ্ছে। পঞ্চায়েত ভোটের মুখে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতার মুখে এমন কথা স্বাভাবিকভাবেই নতুন করে গুঞ্জন তৈরি করেছে বিভিন্ন মহলে। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের একাধিক নেতা গ্রেফতার হয়েছেন। ছোট-বড়-মাঝারি সব মাপের নেতারাই রয়েছেন তালিকায়। তা নিয়ে ভোটের মুখে বেশ অস্বস্তিতে শাসক দল। বিরোধীরা নাগাড়ে খোঁচা দিয়ে যাচ্ছে। যদিও তৃণমূলের তরফে অবস্থান স্পষ্ট। দুর্নীতি প্রমাণিত হলে, কাউকে রেয়াত নয়।

‘রাজনীতির শিকার’, দাবি কুন্তলের

গ্রেফতার হতেই একাধিক জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করতে দেখা গিয়েছে শাসক শিবিরকে। যাঁদের উপর দলের খাঁড়া নেমে এসেছে, তাঁদের মধ্যেই একজন কুন্তল ঘোষ। দল থেকে বহিষ্কৃত হয়েছেন। আর এবার পঞ্চায়েত ভোটের মুখে নতুন তত্ত্ব উস্কে দিলেন কুন্তল। আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে কুন্তলের দাবি, তাঁরা রাজনীতির শিকার হচ্ছেন। বহিষ্কৃত তৃণমূল নেতা আজ সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে বললেন, ‘রাজনৈতিক শিকার। আমাদের এখানে কোনও দুর্নীতি হয়নি, তার প্রমাণ আপনারা পেয়েছেন। ইডি কিছুই সাবমিট করতে পারছে না।’

পঞ্চায়েতের জন্য আটকে রাখা হচ্ছে? সন্দেহ কুন্তলের

এরপরই কুন্তল চক্রান্তের তত্ত্ব উস্কে দিলেন। ইডির উপর অসন্তোষ প্রকাশ করে কুন্তলের দাবি, ‘একটাই কথা বলব, পঞ্চায়েতের জন্য হোক বা যে কোনও উদ্দেশ্যে হোক… আমাদের হেনস্থা করার জন্য জোর করে আটকে রাখা হচ্ছে। ইডি কিছুই পায়নি। একটা স্টেটমেন্টের উপর সবকিছু হচ্ছে।’

আগেও সুর চড়িয়েছিলেন কুন্তল

উল্লেখ্য, কুন্তল ঘোষ এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। অভিযোগ তুলেছিলেন, জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। চাপ দেওয়ার জন্য, কুন্তলের অণ্ডকোষ চেপে ধরা হয়েছিল, এমন অভিযোগও উঠে এসেছে বিগত দিনগুলিতে। সেই নিয়ে বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর। আর এসবের মধ্যেই ভোটের মুখে এবার কুন্তলের মুখে নতুন তত্ত্ব।