State Budget: আসছে লক্ষ্মীবারেই রাজ্য বাজেট, কতটা মমতাময়ী হবে মমতার ‘খেরোর খাতা’
West Bengal Assembly: রাজ্য বাজেট পেশের আগে, শুক্রবার বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। তবে সেখানে শুধু তৃণমূলের বিধায়করাই ছিলেন, বিজেপির বিধায়করা আজও এড়িয়ে গিয়েছেন বিধানসভার সর্বদল বৈঠক। যদিও বিরোধী শিবিরের প্রতিনিধি হিসেবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
কলকাতা: কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটের পর এবার রাজ্য বাজেটের পালা। যেহেতু সামনেই লোকসভা ভোট, তাই এবারের কেন্দ্রীয় বাজেট পূর্ণাঙ্গ বাজেট ছিল না। ভোট অন অ্যাকাউন্ট ছিল। খুব বড়সড় কোনও চমকও সে কারণে ছিল না। এবার দেখার রাজ্য বাজেটে মমতার সরকার কোন কোন চমক রাখে আমজনতার জন্য। বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে। আগামী ৮ তারিখ রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। এরপর আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি তা নিয়ে আলোচনা হবে বিধানসভায়।
রাজ্য বাজেট পেশের আগে, শুক্রবার বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। তবে সেখানে শুধু তৃণমূলের বিধায়করাই ছিলেন, বিজেপির বিধায়করা আজও এড়িয়ে গিয়েছেন বিধানসভার সর্বদল বৈঠক। যদিও বিরোধী শিবিরের প্রতিনিধি হিসেবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিকে সর্বদল বৈঠকের পর বিরোধীদের অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। আক্ষেপের সুরে বলেছেন, ‘বিরোধীদের সদর্থক ভূমিকা থাকা উচিত। বিরোধী দলনেতা আচরণ সঠিক করছেন না। তাঁর সংযত হওয়া উচিত। আগের বিরোধী দলের নেতারা তো আসতেন সৌজন্য দেখিয়ে। দরকার পড়লে তাঁরা কথা বলতেন। আজও তো ডাকা হয়েছিল বিরোধী দলনেতাকে।’
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও ধরনা মঞ্চ থেকে কেন্দ্রের বাজেটের ইস্যুতে সুর চড়িয়েছেন। কেন্দ্রকে বিঁধে বলেছেন, ‘এই বাজেটে গরিবদের জন্য একটা কথাও বলেনি। ফুড সাবসিডি কমিয়ে দিয়েছে। চাষিদের জন্যও কিছু নেই। আমরা তো মহিলাদের জন্য ৫০ শতাংশ আগেই সংরক্ষণ করে রেখেছি।’
এরপর মমতার আরও সংযোজন, ‘ওরা নাকি সব করবে ২৫ বছর পরে। তাহলে ২০২৪-এর বাজেট করল কেন? সব কিছু কেন ২৫ বছর, ৫০ বছর পরে? এখন কি লোকে আঙুল চুষবে?’