Bidhannagar station: এক প্ল্যাটফর্মে তিন ট্রেন, অফিস ফিরতি সময়ে ট্রেন অবরোধ, উত্তেজনা বিধাননগরে

Bidhannagar station: যাত্রীদের অভিযোগ, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার একই ঘটনা দেখা গিয়েছে এই স্টেশনে। সংকীর্ণ প্ল্যাটফর্মে প্রতিদিনই দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। তারমধ্যেও ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।

Bidhannagar station: এক প্ল্যাটফর্মে তিন ট্রেন, অফিস ফিরতি সময়ে ট্রেন অবরোধ, উত্তেজনা বিধাননগরে
ব্যাপক উত্তেজনা বিধাননগরে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 7:53 PM

কলকাতা: তুমুল উত্তেজনা বিধাননগর স্টেশনে। সন্ধ্যায়র অফিস ফিরতি সময়ে চলল ট্রেন অবরোধ। ভিড়ভাট্টার মধ্যে সাবওয়ের মধ্যে পড়েও গেলেন একজন। তাঁর মাথায় ও মুখে গুরুতর আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। ২ নম্বর প্ল্যাটফর্মে একসঙ্গে তিন ট্রেনের ঘোষণাতেই বিপত্তি বলে জানতে পারা যাচ্ছে। কোন কোন ট্রেন আগে আসবে কোন ট্রেন পরে তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। তিন-চারটি ট্রেনের যাত্রীরা একসঙ্গে প্লাটফর্মে জড়ো হয়ে যান। মুহূর্তেই বদলে যায় ছবিটা। ট্রেন ধরতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। অবরুদ্ধ হয়ে পড়ে সাবওয়ে। 

যাত্রীদের অভিযোগ, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার একই ঘটনা দেখা গিয়েছে এই স্টেশনে। সংকীর্ণ প্ল্যাটফর্মে প্রতিদিনই দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। তারমধ্যেও ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। সূত্রের খবর, এদিন বিধাননগর স্টেশনে একইসঙ্গে আপ দত্ত পুকুর লোকাল, বজবজ নৈহাটি, আপ বনগাঁ লোকালের ঘোষণা করে দেওয়া হয়। ঘোষণা মাত্রই হুড়মুড়িয়ে প্ল্যাটফর্মে ঢুকতে থাকেন যাত্রীরা। চাপ বাড়ে সাবওয়েতেও। রীতিমতো পদপিষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। 

তারই প্রতিবাদে আপ লাইনে প্রায় ১০ মিনিটের বেশি সময় ধরে অবরোধ চালান যাত্রীরা। পরিষেবা ব্যাহত হয় বনগাঁ লাইনেও। আপ দত্ত পুকুর লোকাল সহ একাধিক ট্রেন পর পর দাঁড়িয়ে যায়। বহু ট্রেন দাঁড়িয়ে যায় বিধাননগরের পিছনের দিকে থাকা আপ এবং ডাউন লাইনে। ব্য়াপক উত্তেজনা এলাকায়। যদিও এখনও পর্যন্ত এ ঘটনায় রেলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু, যাত্রীদের একটাই প্রশ্ন, আর কতদিন দেখতে হবে এই ছবি? অফিস টাইমে সময়ে ট্রেন ধরতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন অনেকে।