West Bengal Weather: ৪ তারিখ রেজাল্ট, ২ তারিখেই কেরল থেকে সোজা ঢুকছে বাংলায়

Weather Update: বুধবার মৌসম ভবনের তরফে পূর্বাভাসে বলা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে কেরলে। এই মৌসুমী বায়ুর হাত ধরেই দেশে প্রবেশ করতে পারে বর্ষা। এরপর আজ মৌসম ভবন জানিয়েছে,বৃহস্পতিবার কেরলে ঢুকেছে বর্ষা।

West Bengal Weather: ৪ তারিখ রেজাল্ট, ২ তারিখেই কেরল থেকে সোজা ঢুকছে বাংলায়
দক্ষিণে কবে আসতে পারে বর্ষা?
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2024 | 2:25 PM

কলকাতা: তাপপ্রবাহ, ভ্যাপসা গরমের যন্ত্রণা থেকে এবার রেহাই। অবশেষে সুখবরটা দিয়েই দিল মৌসম ভবন। দেশের মূল ভূখণ্ডে শুরু হল বর্ষার যাত্রা। নির্ধারিত সময়ের দু’দিন আগেই বর্ষা ঢুকল কেরলে। সাধারণত ১ জুন কেরলে ঢুকে পড়ে বর্ষা। তবে এবার ব্যতিক্রম। পাশাপাশি জানা যাচ্ছে, এ রাজ্যেও নির্ধারিত সময়ের আগে ঢুকে পড়তে চলছে বর্ষা। আগামী রবিবারই উত্তরবঙ্গে প্রবেশ করার কথা রয়েছে।

বুধবার মৌসম ভবনের তরফে পূর্বাভাসে বলা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে কেরলে। এই মৌসুমী বায়ুর হাত ধরেই দেশে প্রবেশ করতে পারে বর্ষা। এরপর আজ মৌসম ভবন জানিয়েছে,বৃহস্পতিবার কেরলে ঢুকেছে বর্ষা। শুধু তাই নয়, বর্ষার আগমন উত্তর-পূর্ব ভারতেও। সাধারণত সেখানে বর্ষা ঢোকে ৫ জুন। সে দিক থেকে দেখলে ছদিন আগে অসম,মেঘালয়,মণিপুর,ত্রিপুরা, নাগাল্যান্ড,মিজোরাম,অরুণাচল প্রদেশে বর্ষা ঢুকল। সাত বছর পর দেশের দু’প্রান্তে দক্ষিণ আর উত্তর-পূর্ব প্রান্তে মৌসুমি বায়ুর আগমন হয়েছিল। এরকম শেষ বার হয়েছিল ২০১৭ সালের ৩০ মে।

তবে উত্তর-পূর্বে বর্ষা দ্রুত চলে আসা বাংলার জন্য ভালো খবর। কারণ, মৌসুমি বায়ুর বঙ্গোপসাগর শাখাই উত্তর-পূর্ব ভারত হয়ে উত্তরবঙ্গে ঢোকে। এখনও বর্ষা আসার আভাস না থাকলেও, উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস। আজ ও আগামিকাল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়েও ভারী বৃষ্টি চলবে। বর্ষার ক্যালেন্ডার অনুযায়ী জলপাইগুড়িতে বর্ষা ঢোকার কথা ৭ জুন, শিলিগুড়িতে ৮ জুন, দক্ষিণবঙ্গে ১০ জুন, কলকাতায় ১১ জুন। তবে সময়ের আগেই এ রাজ্যেও প্রবেশ করবে। আগামী দু’থেকে তিনদিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গে। তবে পোড়া কপাল দক্ষিণবঙ্গে। এখনও পর্যন্ত কোনও ভাল খবর নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বড়জোর। তাতে প্যাচপ্যাচে গরম কমবে না।