WB Panchayat Polls 2023: ‘এক মাঘে শীত যায় না’, হাইকোর্টে যাচ্ছেন নওশাদরা

ISF: কমিশনের দফতরের সামনে ধরনায় বসেন নওশাদরা। তাঁদের দাবি, কমিশনারকে স্বারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তাঁদের ডাকা হলেও সে সুযোগ দেওয়া হয়নি।

WB Panchayat Polls 2023: ‘এক মাঘে শীত যায় না’, হাইকোর্টে যাচ্ছেন নওশাদরা
নওশাদ সিদ্দিকি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 10:01 PM

কলকাতা: দিনভর ভাঙড়জুড়ে যে হিংসা-সন্ত্রাসের ছবি দেখা গিয়েছে, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর দাবি, কমিশনার তাঁদের ডেকে পাঠান কমিশনের দফতরে। কিন্তু তারপরও দেখা করেননি। যা নিয়ে নওশাদের মন্তব্য, এক মাঘে শীত যায় না। এদিন ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়। এরপর কমিশনের দফতরের সামনে ধরনায় বসেন নওশাদরা। তাঁদের দাবি, কমিশনারকে স্বারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তাঁদের ডাকা হলেও সে সুযোগ দেওয়া হয়নি। কমিশনের দফতর ছাড়ার আগে নওশাদ জানান, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে শুক্রবার হাইকোর্টে যাচ্ছেন তাঁরা।

রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকি বলেন, “কতটা ভদ্রতা ওনারা দেখালেন বুঝতেই পারছেন সকলে। আমাদের রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তরা গিয়েছিলেন ভিতরে। তবে এক মাঘে শীত যায় না। আজকে সময় খারাপ আসছে, আগামীতে সময় ভাল আসবে। সময় কথা বলবে। আমরা ঝামেলার পক্ষে না। আর ঝামেলার পক্ষে নই বলেই আমাদের সহকর্মীরা মার খেলেন, একজনের প্রাণ গেল, আমরা বদলা নিতে পারতাম, নিইনি। সেই রাজনীতি আমরা করি না।”

নওশাদ জানান, রাতেই আইএসএফের রাজ্য অফিসে দলের নেতৃত্ব বৈঠকে বসছে। সেখানেই তাঁদের পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। নওশাদ বলেন, “ কীভাবে স্বচ্ছভাবে ভোট করানো যায় তার জন্য আদালতের দ্বারস্থ হব। আজ বৈঠকের পর আবারও কাল এখানে আসতে পারি, আজও থেকে যেতে পারি, আবার মাঝরাতে এসেও বসতে পারি। সময় কথা বলবে।” নওশাদের কথায়, কমিশনার আইএসএফকে ভয় পাচ্ছেন। নওশাদ বলেন, “একজন নির্বাচন কমিশনার ওনার প্রতিনিধি দিয়ে বারবার ডাকলেন। অথচ এরপরও সৌজন্যতা দেখালেন না।”