Cyclone Sitrang update: কখন ল্যান্ডফল? ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে কী বলল আলিপুর আবহাওয়া দফতর? জেনে নিন লেটেস্ট আপডেট
IMD on Cyclone Sitrang: সাইক্লোন সিত্রাং নিয়ে কী বলল আলিপুর আবহাওয়া দফতর, রাজ্যে ঘূর্ণি ঝড়ের প্রভাব কতটা, এক নজরে জেনে নিন।
কলকাতা: আলোর উৎসব কালী পুজো ও দীপবলিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মন খারাপ বাঙালির। গতকাল রাত থেকে ঝিরি ঝিরি বৃষ্টিপাত শুরু হয়েছিল। আজ সকাল থেকেও আকাশের মুখ ভার। ঝিরি ঝিরি বৃষ্টিপাত চলছে। এমনকী ঝোড়ো হাওয়াও বইছে। ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে কী জানাল আলিপুর আবহওয়া দফতর, এক নজরে দেখে নেওয়া যাক…
- কালীপুজোর মধ্যেই কলকাতাবাসীদের জন্য সুখবর। কলকাতায় সিত্রাংয়ের সে ভাবে প্রভাব পড়বে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হলেও বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই।
- সাংবাদিক বৈঠকে আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ অক্টোবর ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। প্রতি ঘণ্টায় হাওয়ার বেগ সর্বোচ্চ ৭০ কিলোমিটার হতে পারে। দুই ২৪ পরগণায় সন্ধে ও রাতে সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
- আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধু দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির উপকূলবর্তী এলাকাতে মাঝারি বৃষ্টিপাত হবে।
- ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বর্তমান অবস্থান এখন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপরে। এই মুহূর্তে সাগর থেকে ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। বাংলাদেশের বরিশাল থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে ৫২০ দূরে রয়েছে সিত্রাং। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টা ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিত্রাং। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বরিশালের কাছে তিনকোণা দ্বীপের ওপর দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করে ২৫ অক্টোবর সকালে আছড়ে পড়বে সিত্রাং। আলিুপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকালে ৩৮ কিলোমিটার বেগে আলিপুরে ঝোড়ো হাওয়া নথিভুক্ত হয়েছে।
- ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই ২৪ পরগনার উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। ২৫ অক্টোবর সকালে দুই ২৪ পরগণার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়বে।
- আবহাওয়া দফতর জানিয়েছে, সিত্রাংয়ের প্রভানে নদীয়া, মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টি হবে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে ২৫ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ অক্টোবর দুপুর থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে।
- বাংলাদেশ সংলগ্ন, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এলাকায় ঝড়ের কারণে কাঁচা বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফসলের ক্ষতি হতে পারে।
- আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ অক্টোবর রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।