Junior Doctor’s Protest: লাইভ স্ট্রিমিং করতে না দিলে কী করবেন জুনিয়র ডাক্তাররা?
Junior Doctor's Protest: আগেরবার নবান্নর সঙ্গে বৈঠক ভেস্তে গিয়েছিল লাইভ স্ট্রিমিংয়ের দাবির জন্যই। রাজ্য সরকারের মত না থাকায় বৈঠক হয়নি। তবে সে সময় রেকর্ডিংয়ের অপশন রেখেছিলেন মুখ্যমন্ত্রী। তবে জানা যাচ্ছে, কালীঘাটে পৌঁছে প্রথমে লাইভ স্ট্রিমিংয়ের দাবি করবেন।
কলকাতা: প্রথম থেকেই লাইভ স্ট্রিমিংয়ের দাবি নিয়ে অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকরা। তবে মুখ্য়মন্ত্রী কালীঘাটে বৈঠক ডাকার পর লাইভ স্ট্রিমিং হবে কি না সেই বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট কোনও উত্তর দেননি জুনিয়র ডাক্তাররা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যেভাবে তাঁরা অনড় ছিলেন লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টিতে, তাহলে হয়ত সরে যাচ্ছেন তাঁরা। তবে সূত্রের খবর, কালীঘাটে পৌঁছে প্রথমে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানাবেন তাঁরা।
আগেরবার নবান্নর সঙ্গে বৈঠক ভেস্তে গিয়েছিল লাইভ স্ট্রিমিংয়ের দাবির জন্যই। রাজ্য সরকারের লাইভ স্ট্রিমিংয়ে মত না থাকায় বৈঠক হয়নি। তবে সে সময় ভিডিয়ো রেকর্ডিংয়ের অপশন রেখেছিলেন মুখ্যমন্ত্রী। তবে জানা যাচ্ছে, কালীঘাটে পৌঁছে প্রথমে লাইভ স্ট্রিমিংয়ের দাবি করবেন জুনিয়র ডাক্তাররা। রাজি না হলে দু’তরফের ভিডিয়ো রেকর্ডিং হবে। তাতেও রাজি না হলে ভিডিয়ো রেকর্ডিংয়ের কপি চাওয়া হতে পারে।
এ দিকে, শনিবার সন্ধে সাতটা বাজার একটু আগে পৌঁছন জুনিয়র চিকিৎসকরা। নবান্ন ১৫ জনকে বৈঠকে যোগ দেওয়ার আবেদন জানালেও দেখা গেল ৩৫ জন জুনিয়র ডাক্তার এসে উপস্থিত হন কালীঘাটে। পুলিশ যদিও আটকায় কাউকেই। উল্টে ছাতা হাতে সহযোগিতা করতে দেখা যায়। বৈঠক করতে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ।