Kunal Ghosh: ‘আপনি এত রূঢ় কেন?’ হঠাৎ কেন কুণালের উপর রেগে গেলেন তাপস পালের স্ত্রী?
Kunal Ghosh: প্রসঙ্গত, সম্প্রতি কুণালের মা-বাবার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। কুণালের দাবি, চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন তিলোত্তমার বাবা-মা। তাঁরা কিছু লুকাচ্ছেন কিনা সেই প্রশ্নও তোলেন। যা নিয়ে বিতর্কও হয়।

কলকাতা: তিলোত্তমার বাবাকে আক্রমণ করায় কুণাল ঘোষকে নিশানা তাপস পালের স্ত্রী নন্দিনীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন। লিখছেন, ‘কুণালবাবু প্লিজ জানুন কষ্ট বেদনার প্রকাশ বড় ব্যক্তিগত। আপনার মন্তব্য এত অংসবেদনশীল, রূঢ় কেন? দোষী কী একজন? নাকি মা-বাবা কাঁদছেন না মানে তাঁরা তাঁদের মেয়েকে মেরেছেন?’ কুণাল ঘোষের দিকে এসব প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদের স্ত্রীর।
এখানেই শেষ নয়। তিনি ফেসবুকে আরও লিখছেন, “২০ দিনের মধ্যে বাবা ও মাকে হারিয়েছিলাম। এতমাত্র সন্তান হয়েও কাঁদতে পারিনি একফোঁটাও। স্বামী মারা যাওয়ার পরেও তাই। কিন্তু আমি এই শক আজও বয়ে বেরাচ্ছি। সময় সে কষ্ট লাঘব তো করতেই পারিনি, বরং দিন দিন আরও বাড়াচ্ছে।”
প্রসঙ্গত, সম্প্রতি তিলোত্তমার মা-বাবার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। কুণালের দাবি, চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন তিলোত্তমার বাবা-মা। তাঁরা কিছু লুকাচ্ছেন কিনা সেই প্রশ্নও তোলেন। তাঁর সাফ কথা, “এত সক্রিয়তাই বা কেন! রায়ের কপি পড়ে উঠতে পারলাম না, ওঁরা মামলা করে দিলেন!” এরপরই তাঁকে বলতে শোনা যায়, “মেয়ের মৃত্যুতে বাবা-মার বুক ভেঙে গিয়েছে। অথচ সেদিন থেকে স্নায়ু ধরে রেখে একেকদিন একেকরকম বিবৃতি দিয়ে যাওয়া, কী করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। আমরা বুকফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি, তাঁরা ইস্পাতকঠিনভাবে প্রথম দিন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলে গিয়েছেন।” তাঁর এ মন্তব্য নিয়েই তীব্র চাপানউতোর শুরু হয়ে যায়। এবার পাল্টা আক্রমণ শানালেন তাপস পালের স্ত্রী।





