Weather Update : চলতি সপ্তাহেই বাংলার আকাশে চোখ রাঙাবে ঘূর্ণাবর্ত? কী বলছে হাওয়া অফিস?
Weather Update : মাঘের শুরুতেই কমেছে ঠান্ডার আমেজ। নেপথ্যে কী কারণ? কী বলছে আবহাওয়া দফতর (Weather Department)?
কলকাতা : গত সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি উচ্চচাপ বলয়। যার জেরে তাপমাত্রার পারা ঊর্ধ্বমুখী ছিল গোটা বাংলাতেই। তবে সেই ধারা অব্যাহত রয়েছে মাঘের শুরুতেও। এমনকী হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই মাঝ জানুয়ারিতে রাজ্যের একাধিক জায়গায় নেমেছিল বৃষ্টি। তবে পারাপতনের পূর্বাভাস মেলেনি। উল্টে গরম বেড়েছে বাংলার (West Bengal)। আবহাওয়া দফতর (Weather Department) বলছে আগামী বেশ কয়েকদিন দেখা যাবে একই ছবি। এমনকী আগামী ২৪ ঘণ্টা পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। এরইমধ্যে গোদের উপর বিষফোঁড়ার মতো রাত পোহালেই শুক্রবারই একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। গতি রোধ হবে শীতের।
একইসঙ্গে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ারও সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাস মিলেছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্পও ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। রুদ্ধ হয়েছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশের পথ। সব মিলিয়ে শীতের প্রভাব কমবে গোটা বাংলাতেই। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টাতেও বাংলার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। দার্জিলিংয়ের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনাও। এদিকে গত ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে বেলা বাড়লেই কাটবে কুয়াশা। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় রয়েছে ঘন কুয়াশার সর্তকতা। দুই বঙ্গের একাধিক জেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ। উপকূলে ও পার্বত্য এলাকায় সবথেকে বেশি মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে। সকাল, সন্ধ্যায় শীতের আমেজ খানিকটা থাকলেও দিনেরবেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৮৩ শতাংশ। এদিকে গতকালই আবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি।