Bankura Suicide: বাড়িতে বিয়ের সব আয়োজন সারা, ৪৮ ঘণ্টা আগেই প্রেমিকের হাত ধরে রেললাইনে ঝাঁপ যুবতীর

Bankura Suicide: রেল পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

Bankura Suicide: বাড়িতে বিয়ের সব আয়োজন সারা, ৪৮ ঘণ্টা আগেই প্রেমিকের হাত ধরে রেললাইনে ঝাঁপ যুবতীর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 6:24 PM

বাঁকুড়া: প্রেমের সম্পর্ক মেনে নিতে চায়নি পরিবার। প্রেমিকার অন্যত্র বিয়ের ব্যবস্থা করেছিলেন আত্মীয়রা। কিন্তু সেই বিচ্ছেদ মেনে নিতে পারেননি যুগল। তাই বিয়ের দু দিন আগেই একে অপরের হাত ধরে ঝাঁপ দিলেন চলন্ত ট্রেনের সামনে। দুজনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার আদ্রা রেলপথের বনগ্রামের কাছে। রেল পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ছাতনা থানার বনগ্রামের সুরজিৎ মাজি (২২)-র সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল ওই গ্রামেরই বাসিন্দা রিয়া মাজি (১৮)-র। তবে প্রথম থেকেই আপত্তি ছিল পরিবারের। সম্প্রতি এই সম্পর্ক মেনে নিতে না পারায় রিয়া মাজির অন্যত্র বিয়ের আয়োজন করে পরিবার। আগামী সোমবারই রিয়ার বিয়ে হওয়ার কথা। বিয়ের সমস্ত আয়োজনও হয়ে গিয়েছিল। তার মধ্যেই এই ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সুরজিৎ ও রিয়া এই দূরত্বটা মেনে নিতে পারেননি বলেই এই চরম সিদ্ধান্ত নেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১১টা নাগাদ যুগল একে অপরের হাত ধরে গ্রামের পাশ দিয়ে চলে যাওয়া রেললাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

এলাকার বাসিন্দারা দেখতে পায় দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশ। বিয়েবাড়ির আয়োজনের মাঝে এমন খবরে কান্নার রোল উঠেছে যুবতীর পরিবারের। যুগলের মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর দুই পরিবারের কেউ সংবাদমাধ্যমের সামনে কথা বলতে চাননি।