Calcutta High Court: ৩০০ পড়ুয়ার ভবিষ্যৎ আঁধারে, রেজিট্রেশন মামলায় হাইকোর্টের প্রশ্ন, রাজ্য কি জানে না?
HC: অভিভাবকদের একাংশের দাবি , এই স্কুলের ঠিকানা সংক্রান্ত একটি গরমিল আছে। আগে ৪৭ নম্বর রিপন স্ট্রিটের ঠিকানায় রেজিস্ট্রেশন ছিল স্কুলটির। পরে তা অন্য জায়গায় চলে আসে। রিপন স্ট্রিটেই স্কুল ভবন বদল হয়। তবে ঠিকানার বদল সংক্রান্ত তথ্য ওই স্কুল বোর্ডকে দেয়নি বলে অভিযোগ।
কলকাতা: রেজিস্ট্রেশন নিয়ে গোলমাল। তার জেরে প্রশ্নের মুখে ৩০০ ছাত্রের ভবিষ্যৎ। কলকাতার রিপন স্ট্রিটে এক বেসরকারি ইংরেজিমাধ্যম স্কুলের ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। দশম শ্রেণির রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। মামলাকারীদের দাবি, এতদিনে তারা জেনেছে এই স্কুলের নাকি অনুমোদন নেই। এরপরই জরুরি ভিত্তিতে মামলার দৃষ্টি আকর্ষণ করেন প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হয় সোমবার। বিচারপতি এদিন জানতে চান, রাজ্যে কত বেসরকারি স্কুলের স্থায়ী অনুমোদন আছে তা কি রাজ্য জানে না? আগামী ১৩ সেপ্টেম্বর এই মামলার শুনানি।
ওই স্কুলের অভিভাবকদের অভিযোগ, এখনও অবধি দশম শ্রেণির পড়ুয়াদের বোর্ডের পরীক্ষার রেজিস্ট্রেশন করায়নি স্কুল। অথচ রেজিস্ট্রেশনবাবদ যে টাকা, তা স্কুল নিয়েছে। অনেকদিন ধরেই এই রেজিস্ট্রেশন নিয়ে গড়িমসি চলছে বলেও অভিযোগ তাঁদের। স্কুলও স্পষ্ট করে এ নিয়ে কোনও কথা বলছে না বলে অভিযোগ অভিভাবকদের।
অভিভাবকদের একাংশের দাবি , এই স্কুলের ঠিকানা সংক্রান্ত একটি গরমিল আছে। আগে ৪৭ নম্বর রিপন স্ট্রিটের ঠিকানায় রেজিস্ট্রেশন ছিল স্কুলটির। পরে তা অন্য জায়গায় চলে আসে। রিপন স্ট্রিটেই স্কুল ভবন বদল হয়। তবে ঠিকানার বদল সংক্রান্ত তথ্য ওই স্কুল বোর্ডকে (আইসিএসই) দেয়নি বলে অভিযোগ। নতুন ঠিকানার তথ্য না থাকায় সমস্যার সূত্রপাত। এ নিয়ে ইতিমধ্যেই একদিন স্কুলে বিক্ষোভও দেখান পড়ুয়া-অভিভাবকরা। সেই বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে স্কুলচত্বর। এবার দায়ের হল মামলা।