Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bipasha Basu-Karan Singh Grover: বিপাশা-করণ-এর জীবনে কি আসতে চলেছে প্রথম সন্তান?

Bipasha Basu-Karan Singh Grover: ৬ বছরের বিবাহিত জীবনে এর আগে ২০২০ সালেও একবার রটে ছিল বিপাশা মা হতে চলেছেন।

Bipasha Basu-Karan Singh Grover: বিপাশা-করণ-এর জীবনে কি আসতে চলেছে প্রথম সন্তান?
বিপাশা-করণ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2022 | 12:42 AM

হঠাৎ সোশ্যাল মিডিয়া সরগরম, খবর ছড়িয়েছে বিপাশা বসু না কি অন্তঃসত্ত্বা! কিন্তু এই খবরের পিছনে সত্যতা কী, কেন রটল এই খবর? আসলে নারী দিবসের দিন সপরিবারে রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিপাশার পরনে ছিল নীল রঙের ঢিলেঢালা পোশাক। গাড়ি থেকে নামতেই ফটোগ্রাফারদের ক্যামেরায় লেন্সবন্দি তিনি আর করণ। হাসিমুখে দু’জনে পোজ দিয়ে রেস্তোরাঁর ভিতর চলে যান। কিন্তু তারপরই শুরু হয় গুঞ্জন। কেন বিপস এমন ঢিলে পোশাক পরেছেন? এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই নেটিজ়েনদের মধ্যে শুরু গুঞ্জন। কেউ বলেন, বেশ কিছুদিন ধরেই না কি বিপাশা এমন ঢিলেঢালা পোশাক পরছেন। তিনি যে অন্তঃসত্ত্বা সেটা গোপন রাখার জন্যই এমন পোশাক বাছাই করা। অনেকে দম্পত্তিকে বাবা-মা হওয়ার আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।

২০১৬ সালে বিয়ে করেন বিপাশা আর করণ। বিপাশার এটা প্রথম বিয়ে হলেও, করণের এটা তৃতীয় বিয়ে। তবে বিপাশা যখন মডেলিং কেরিয়ার শুরু করেন মুম্বইতে, তখন ডিনো মরিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে সিনেমায় আসার পর জন আব্রাহমের সঙ্গে প্রেমপর্ব চলে। জনকে একসময় সকলে বাংলার ’জামাই’ বলতে শুরু করে। কিন্তু সেই প্রেম বিয়ে অবধি গড়ায়নি। তারপর ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবি করতে গিয়ে দু’জনের আলাপ-প্রেম-বিয়ে। ৬ বছরের বিবাহিত জীবনে এর আগে ২০২০ সালেও একবার রটে ছিল বিপাশা মা হতে চলেছেন। কিন্তু বিপাশা তখন জানান, মা হওয়া এক বিশেষ অনুভূতি। তাই মা হলে তিনি অবশ্যই সকলের সঙ্গে সেই খবর ভাগ করে নেবেন। তবে এবার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর গুঞ্জন রটনা না ঘটনা, তা সময়েই প্রকাশ্যে আসবে। না কি আগের বারের মতো এবারও বিপাশা-করণ তাঁদের অনুরাগীদের হতাশ করবেন, তা সময়ের অপেক্ষা।

আরও পড়ুন- Women’s day 2022: টেলিভিশনের পুরুষ অভিনেতাদের জীবনের অনস্ক্রিন আর অফস্ক্রিনের নারী

আরও পড়ুন- West Bengal Nattya Mela: শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির একবিংশ নাট্যমেলা

আরও পড়ুন- Kalkokkho: ‘পথের পাঁচালী’র পরিবেশনার দায়িত্বে থাকা প্রযোজনা সংস্থা ফিরছে ছবি-নির্মাণে, ফিরবে কি বাংলা ছবির হাল?