Mahua Moitra: এখনও সরকারি বাংলো ছাড়েননি, মহুয়াকে শোকজ নোটিস
Mahua Moitra: নির্দিষ্ট সময়সীমা পেরোনোর পরেও সাংসদ কোটায় পাওয়া বাংলো ছাড়েননি মহুয়া মৈত্র। তাই এবার তৃণমূল নেত্রীকে শোকজ নোটিস ধরাল ডিরেক্টরেট অফ এস্টেটস (DoE)। ডিওই-র নোটিসে বলা হয়েছে, সাংসদ পদ হারানোর পরেও কেউ চাইলে নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আরও ছয়মাস ওই বাংলোয় থাকতে পারেন। তবে সেক্ষেত্রে বাংলোর ভাড়া দিতে হয়। এবার মহুয়া মৈত্র কী পদক্ষেপ করেন সেটাই দেখার!
নয়া দিল্লি: নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত। এখনও সাংসদ কোটায় পাওয়া বাংলো ছাড়েননি মহুয়া মৈত্র। তাই এবার তৃণমূল নেত্রীকে শোকজ নোটিস ধরাল ডিরেক্টরেট অফ এস্টেটস (DoE)। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন তিনি সরকারি বাংলো ছাড়েননি, সে বিষয়ে আগামী ৩ দিনের মধ্যে মহুয়া মৈত্রকে জবাব দিতে বলা হয়েছে বলে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক সূত্রের খবর।
টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগকে কেন্দ্র করে গত ৮ ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করেছে লোকসভার এথিক্স কমিটি। সাংসদ পদ না থাকলে স্বাভাবিকভাবেই সাংসদ কোটায় পাওয়া বাংলোয় থাকার অধিকার থাকে না। আগামী ৭ জানুয়ারির মধ্যে সাংসদ কোটায় পাওয়া দিল্লির বাংলোটি ছেড়ে দেওয়ার ব্যাপারে মহুয়া মৈত্রকে নোটিসও দিয়েছিল কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ডিওই। যদিও এই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে গত মাসেই দিল্লি হাইকোর্টে পর্যন্ত গিয়েছিলেন মহুয়া। কিন্তু, আদালত তাঁর এই আবেদন খারিজ করে দেয়। এব্যাপারে আইন মেনে ডিরেক্টরেট অফ এস্টেটস কর্তৃপক্ষের কাছেই আবেদন জানাতে হবে বলে জানিয়ে দেয় আদালত। কিন্তু, মহুয়া ডিওই-র কাছে কোনও আবেদন জানাননি। তারপর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বাংলো খালি করেননি তৃণমূল নেত্রী। তাই সোমবার, ৮ জানুয়ারি বাংলো খালি না করার কারণ তলব করে কৃষ্ণনগরের জনপ্রতিনিধিকে নোটিস পাঠিয়েছে ডিওই।
তবে ডিওই-র নোটিসে বলা হয়েছে, সাংসদ পদ হারানোর পরেও কেউ চাইলে নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আরও ছয়মাস ওই বাংলোয় থাকতে পারেন। তবে সেক্ষেত্রে বাংলোর ভাড়া দিতে হয়। এবার মহুয়া মৈত্র কী পদক্ষেপ করেন সেটাই দেখার!