Nadia: কল্যাণীর এইমসে চাকরি দেওয়ার নামে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার

Nadia: মুর্শিদাবাদ জেলা থেকে ১৩ বছরের ও ১৯ বছরের দুই কিশোরীকে নদীয়া কল্যাণীতে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসেন অভিযুক্ত। কল্যাণীর গয়েশপুরে একটি বাড়ি ভাড়া করে রাখেন তাদের। সেখানে কয়েকদিন ছিল ওই দুই কিশোরী।

Nadia: কল্যাণীর এইমসে চাকরি দেওয়ার নামে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2025 | 4:44 PM

নদিয়া:  কল্যাণী এইমস হাসপাতালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয় ৪৩ বছরের এক ব্যক্তিকে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা থেকে ১৩ বছরের ও ১৯ বছরের দুই কিশোরীকে নদীয়া কল্যাণীতে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসেন অভিযুক্ত। কল্যাণীর গয়েশপুরে একটি বাড়ি ভাড়া করে রাখেন তাদের। সেখানে কয়েকদিন ছিল ওই দুই কিশোরী।

অভিযোগ, ওই বাড়িতেই দু’জনকে অভিযুক্ত ধর্ষণ করেন বলে অভিযোগ।  তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। প্রথমে চাকরির লোভে ও প্রাণভয়ে মুখ বন্ধ রেখেছিলেন দুই নির্যাতিতা।পরে যখন তাঁরা বুঝতে পারেন, তখন বাড়িতে কোনওভাবে পৌঁছন। অভিভাবকদের সব কথা বলেন।  এরপর কল্যাণী থানার গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান নির্যাতিতাদের পরিবার। ওই ব্যক্তি উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার বাসিন্দা। নির্যাতিতা ও তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।