Supreme Court: বিষম লিঙ্গের দম্পতিই শুধু ভাল অভিভাবক, এটা ধরে নেওয়া যায় না: প্রধান বিচারপতি

Supreme Court on same gender marriage: মঙ্গলবার সমকামী বিবাহকে মান্যতা দেয়নি শীর্ষ আদালত। কেন্দ্রের কোর্টেই বল ঠেলেছে। তবে লিভ ইন সম্পর্ককে আইনি রক্ষাকবচ দেওয়া হয়েছে। অর্থাৎ একসঙ্গে থাকতে পারবেন সমকামী যুগল।

Supreme Court: বিষম লিঙ্গের দম্পতিই শুধু ভাল অভিভাবক, এটা ধরে নেওয়া যায় না: প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টে সমকামী বিবাহ সংক্রান্ত মামলাImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 2:43 PM

নয়া দিল্লি: ভারতীয় সংবিধানে সন্তান দত্তক নেওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে। সাধারণ বিবাহিত দম্পতিই একসঙ্গে দত্তক নিতে পারে। অবিবাহিত হলে, পৃথকভাবে দত্তক নিতে হয়। আর সমকামী যুগলের ক্ষেত্রেও পৃথকভাবে দত্তক নিতে হয়। কিন্তু প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, শুধুমাত্র বিষমকামী দম্পতিই যে ভাল অভিভাবক হতে পারেন, এমনটা নয়। যদিও এই বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে সহমত হননি বেঞ্চের তিন বিচারপতি। মঙ্গলবার সমলিঙ্গের বিবাহ সংক্রান্ত রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ।

এদিন রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটি (CARA)-র গাইডলাইনের কথা উল্লেখ করেন। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “শিশুর নিরাপত্তার কথা ভেবেই অবিবাহিত দম্পতিকে দত্তক নেওয়া থেকে বিরত রাখা হয়।” এই প্রসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “এটা কখনই ধরে নেওয়া যায় না যে অবিবাহিত যুগল তাঁদের সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেন না। শুধুমাত্র বিষমকামী বিবাহিত দম্পতিই একজন সন্তানকে নিরাপত্তা দিতে পারে, এমন কোনও প্রমাণ নেই।” এই গাইডলাইন পরোক্ষভাবে বৈষম্য তৈরি করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

একই সঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোনও সমলিঙ্গের যুগল পৃথকভাবে সন্তান দত্তক নিতে পারে। এতে সমকামী সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করা হয়েছে বলেও উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ধর্ম, যৌনতা, জাতি, বর্ণ ও জন্মস্থানের ভিত্তিতে কারও সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যায় না। উল্লেখ্য, দত্তক নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে সহমত হননি বেঞ্চের অন্য তিন বিচারপতি।

এদিন সমকামী বিবাহকে মান্যতা দেয়নি শীর্ষ আদালত। কেন্দ্রের কোর্টেই বল ঠেলেছে আদালত। তবে, সমকামী দম্পতিদের লিভ ইন সম্পর্কে আইনি রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট।