Partha Chatterjee: অর্পিতার ঘরে এত টাকা এল কীভাবে? জবাবে পার্থ বললেন…
Partha Chatterjee: এ দিন আলিপুর কোর্টে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইনজীবী। শুনানির পর বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা ঘিরে ধরেন পার্থকে।
কলকাতা: নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে কোটি-কোটি টাকা উদ্ধার হয়েছিল। যা রীতিমত শোরগোল ফেলেছিল রাজ্য-রাজনীতিতে। অর্পিতার ফ্ল্যাটে এত টাকা এল কীভাবে এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। সোমবার কোর্ট থেকে বেরনোর পর পার্থ চট্টোপাধ্যায়কে এই একই প্রশ্ন করেন সাংবাদিকরা। তার জবাবে পার্থ জানান, “খুঁজে বের করুন।”
এ দিন আলিপুর কোর্টে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইনজীবী। শুনানির পর বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা ঘিরে ধরেন পার্থকে। একের পর এক প্রশ্ন করতে শুরু করেন তাঁরা। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে পার্থ বলেন, “আমি অভিষেক বন্দোপাধ্যায়ের এই গ্রাম সফরকে অভিনন্দন জানাচ্ছি। তার সাফল্য কামনা করছি।” পরবর্তীতে তাঁকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, “আমি এখনো বলছি মন্ত্রীর কোনও ভূমিকা নেই। বোর্ড পরিচালিত সংস্থা। আইনগত এবং অ্যাক্ট প্রতিটি বোর্ড নিজস্ব। সেখানে মন্ত্রীর কোন ভূমিকা নেই। নিয়োগকর্তাও মন্ত্রী নয়।” এই কথা বলতে-বলতে গাড়িতে ওঠেন পার্থ।
তখনই সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় যে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘরে এত টাকা এল কীভাবে? প্রথমে চুপ থাকলেও গাড়িতে উঠে প্রাক্তন মন্ত্রী বলেন, “খুঁজে বের করুন।” প্রসঙ্গত, শিক্ষায় নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বছরের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালায় ইডি। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় প্রাক্তন মন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে উদ্ধার হয় কোটি-কোটি টাকা। পরে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দাদের হাতে গ্রেফতার হন তিনিও।