IPL 2022: পিচ স্লো হওয়ার আশঙ্কায় কিউয়ি তারকা

২৯ মার্চ এ বারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামবে রাজস্থান রয়্যালস। তাদের প্রতিপক্ষ সান রাইজার্স হায়দরাবাদ।

IPL 2022: পিচ স্লো হওয়ার আশঙ্কায় কিউয়ি তারকা
মাঠে নমার আগে খোস মেজাজে রাজস্থান ক্রিকেটাররা। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2022 | 3:12 PM

মুম্বই: গত মরসুম ও আগের মরসুমে আরব দেশের আইপিএলে (IPL) একটা বিষয় ভালো ভাবেই দেখেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দুবাই, শাহজা ও আবু ধাবি, এই তিনটি মাঠে খেলা হয়েছিল। এ বারও আইপিএল হবে ভারতের (India) চারটি মাঠে। একের পর এক ম্যাচ হবে। ক্রিকেটারদের মতো মাঠ ও ২২ গজেরও চাই কিছুটা কুল ডাউনের সময়। কিন্তু আইপিএলে সেই সময়টা পাওয়া যায় না। পরপর ম্যাচের মাঝে ক্রিকেটাররা যেমন ক্লান্ত হয়ে পরেন, তেমনই ক্লান্ত হয়ে পড়ে উইকেটও। স্বাভাবিক ভাবেই উইকেট স্লো হয়ে যায়। তাই টুর্নামেন্ট যত এগোবে ততই ২২ গজ স্লো হতে শুরু করবে। বলছেন, রাজস্থান ব়য়্যালস (Rajasthan Royals) নিউজিল্য়ান্ড (New Zealand) অল রাউন্ডার ড্যারেল মিচেল (Daryl Mitchell)। ক্রমাগত বদলাতে থাকা পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াই হবে সব থেকে বড় চ্যালেঞ্জ। মনে করেন ২০২১ টি-২০ বিশ্বকাপে নজর কাড়া অলরাউন্ডার ড্যারেল মিচেল।

এ বারের নিলামে সব থেকে বেশি চমক দিয়েছে রাজস্থান ব়য়্যালস। তারকা হোক বা ইউটিলিটি ক্রিকেটার। সব দিকে থেকেই দুরন্ত দল সাজিয়েছে তারা। এমন একটা দলে সুযোগ পেয়ে তিনি গর্বিত, বলেছেন কিউয়ি অলরাউন্ডার। “আমার কাজ মুখে হাসি নিয়ে খেলা। আমি গর্বিত রাজস্থান ব়য়্যালস মত একটা দলে সুযোগ পেয়েছি। দলের জন্য যা প্রয়োজন তা করতে রাজি আমি, তা সে মাঠে নেমে হোক বা রিজার্ভ বেঞ্চে বসে। আইপিএলের মত একটা টুর্নামেন্টে খেলার সুযোগ অনেক কিছু শেখায়। আমি খুশি বিশ্বের সেরা ক্রিকেটার ও কোচেদের থেকে শেখার সুযোগ পাব।”

৭৫ লক্ষ টাকায় ডারেল মিচলকে দলে নিয়েছে রাজস্থান ব়য়্যালস। মাঠে নেমে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। কিন্তু একটু হলেও চিন্তায় আছেন পিচ নিয়ে। বলেছেন, “আমার মনে হয় টুর্নামেন্ট যত এগিয়ে যাবে, ততই পিচ স্লো হতে থাকবে। দল হিসেবে আমাদের এই পরিস্থিতির সঙ্গে মানিয় নিতে হবে। পিচ দেখে নিজেদের পরিকল্পনা তৈরি করতে হবে।” ৩০ বছরের ক্রিকেটার এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছে বিশ্ব ক্রিকেটের বিলিয়ান ডলার লিগে। ২৯ মার্চ এ বারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামবে রাজস্থান রয়্যালস। তাদের প্রতিপক্ষ সান রাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের ইতিহাস বলে, প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর সেভাবে দাগ কাটতে পারেনি রাজস্থান ব়য়্যালস। এ বার তাদের সামনে সুযোগ আবার নতুন ইতিহাস লেখার।

আরও পড়ুন : Swiss Open: সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু, বিদায় সাইনার