IND vs SA: উমরান ‘এক্সপ্রেসের’ চেয়ে অভিষেকে এগিয়ে স্লগ ওভার বিশেষজ্ঞ। শিঁকে ছিড়তে পারে কার!

সিরিজের প্রথম ম্যাচে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গে হর্ষল প্যাটেল, আবেশ খানকে একাদশে রাখা হতে পারে। বোলিং আক্রমণে বৈচিত্র বাড়াতে বাঁ হাতি পেসার অর্শদীপকে খেলানো হলে অবাক হওয়ার কিছু নেই।

IND vs SA: উমরান ‘এক্সপ্রেসের’ চেয়ে অভিষেকে এগিয়ে স্লগ ওভার বিশেষজ্ঞ। শিঁকে ছিড়তে পারে কার!
অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গে অর্শদীপ। ছবি:বিসিসিআইImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2022 | 1:43 PM

নয়াদিল্লি: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শেষ। এবার আসল লড়াই। জাতীয় দলের জার্সিতে। বৃহস্পতিবার শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা (INDvSA) টি ২০ সিরিজ। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ সামিদের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন দুই পেসার উমরান মালিক (Umran Malik) এবং অর্শদীপ সিং (Arshdeep Singh)। আইপিএলের গত দুই সংস্করণে গতিতে বাজিমাত করেছেন উমরান মালিক। কাশ্মীরের এই পেসার গত দুই সংস্করণে নজর কেড়েছেন। এবার সানরাইজার্স হায়দরাবাদে বোলিং কোচ হিসেবে পেয়েছিলেন কিংবদন্তি টেল স্টেইনকে। গতির পাশাপাশি নিয়ন্ত্রণও বেড়েছে উমরানের বোলিংয়ে। ফাইনালের আগে পর্যন্ত ১৫৭ কিমি/ঘণ্টা, সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি ছিল উমরানের। উইকেটও নিয়েছেন ২০টির বেশি। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তুরুপের তাস হয়ে উঠতে পারেন উমরান। যদিও অভিষেকে এগিয়ে রাখা হচ্ছে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে।

জাহির খান পরবর্তী সময়ে বাঁ হাতি পেসারের খোঁজ শেষ হয়নি ভারতীয় দলে। জয়দেব উনাদকাট, খলিল আহমেদ, অনিকেত চৌধুরির মতো অনেককেই দেখা হয়েছে। দেশের হয়ে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ তাঁরা। আইপিএলে নজর কেড়েছেন পাঞ্জাবের বাঁ হাতি পেসার অর্শদীপ। বিশেষত স্লগ ওভার বোলিংয়ে। উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর ইকোনমি রেট খুবই ভালো। ইয়র্কারেও দক্ষ। যা স্লগ ওভারে খুবই কার্যকর হয়। এবারের আইপিএলে মাত্র ১০ উইকেট নিলেও ইকোনমি মাত্র ৭.৭০। এই পরিসংখ্যানই অর্শদীপের পক্ষে যেতে পারে। সে কারণেই উমরানের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই বাঁ হাতি তরুণ পেসারকে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরেও সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ কিছু ম্যাচ রয়েছে। এ বছরই অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। এখন সাদা বলের প্রতিটা সিরিজি তারই মহড়া। উমরান, অর্শদীপরা সীমিত সুযোগ কাজে লাগাতে পারলে টি ২০ বিশ্বকাপেও সুযোগ পেতে পারেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেই পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে হবে নীল জার্সিতে।

সোমবার ভারতীয় দলের প্রথম অনুশীলনে নেটে বাড়তি সময় দেওয়া হয় উমরান মালিককে। তুলনামূলকভাবে বেশি নিয়ন্ত্রিত বোলিং করতে দেখা গিয়েছে তাঁর সঙ্গে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া অর্শদীপকে। সিরিজের প্রথম ম্যাচে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গে হর্ষল প্যাটেল, আবেশ খানকে একাদশে রাখা হতে পারে। বোলিং আক্রমণে বৈচিত্র বাড়াতে বাঁ হাতি পেসার অর্শদীপকে খেলানো হলে অবাক হওয়ার কিছু নেই। ট্রেনিং সেশনে ম্যাচ পরিস্থিতি তৈরি করে বিশেষ অনুশীলন করানো হয় অর্শদীপকে। সে কারণেই জল্পনা বাড়ছে অর্শদীপকে খেলানো নিয়ে।