দিনের শেষে নাইট ফিরতেই লড়াইয়ে ফিরলেন ঝুলনরা
উত্তরপ্রদেশের মেয়ে হলেও দীপ্তি এখন প্রতিনিধিত্ব করেন বাংলার হয়ে। বাংলার হয়ে নজরকাড়া দীপ্তি এদিন বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন চা বিরতির পর। স্কিভারের পর ৯৫ রান করে ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা ইংল্যান্ড অধিনায়ক নাইটকেও ফেরান সেই দীপ্তিই।
প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড- ২৬৯/৬ (নাইট ৯৫, বিউমন্ট ৬৬)
(স্নেহ রানা ৩/৭৭, দীপ্তি শর্মা ২/৫০)
ব্রিস্টলঃ বাঙালির সঙ্গে ব্রিস্টলের (BRISTOL) যোগসূত্র মানে রাজা রামমোহন রায়। ১৮৩৩ সালে ব্রিস্টলের কাছে স্টেপল্টনে প্রয়াত হন বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। সেই ব্রিস্টলেই ভারতীয়(INDIA) নারীশক্তির আরও একবার জোরালো উত্থান। ইংল্যান্ডের(ENGLAND) বিরুদ্ধে টেস্টের প্রথম দিনে দিনের শেষে কামব্যাক করল মিতালি(MITHALI RAJ) ব্রিগেড। স্বস্তি ফিরল ঝুলনদের(JHULAN GOSWAMI) শিবিরে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে উইনফিল্ড-হিল ও বিউমন্ট জুটি যখন জাঁকিয়ে বসছে, ঠিক তখনই ভারতীয় বোলিংয়ে অক্সিজেন জোগান ভাসত্রাকার। ৩৫ রানে উইনফিল্ড-হিল ফেরার পর বিউমন্টকে সঙ্গী করে বারতীয় বোলিংয়ের বিরুদ্ধে জাঁকিয়ে বসেন ইংল্যান্ড অধিনায়ক নাইট। ৬৬ রানে বিউমন্ট প্যাভিলিয়নে ফেরার পর নাইটের সঙ্গে ভারতীয় বোলিংকে কোনঠাসা করার কাজ শুরু করেন ন্যাট স্কিভার।ঝুলন-দীপ্তি শর্মাদের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং করতে থাকে নাইট-স্কিভার জুটি। চা বিরতি পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১৬২।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা জার্সিতে অভিষেক শেফালির
প্রথম দিনের তৃতীয় সেশনে ছিল চরম নাটক। শেষ সেশনে ১০৭ রান তুললেও, ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। সৌজন্যে স্নেহ রানা ও দীপ্তি শর্মার লড়াই। ৪২ রানে স্কিভারকে ফেরান দীপ্তি শর্মা। উত্তরপ্রদেশের মেয়ে হলেও দীপ্তি এখন প্রতিনিধিত্ব করেন বাংলার হয়ে। বাংলার হয়ে নজরকাড়া দীপ্তি এদিন বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন চা বিরতির পর। স্কিভারের পর ৯৫ রান করে ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা ইংল্যান্ড অধিনায়ক নাইটকেও ফেরান সেই দীপ্তিই। দীপ্তির পাশাপাশি এদিন ভারতীয় বোলিংকে ভরসা দেন দেরাদুনের স্নেহ রানা। ৩ উইকেট নিয়ে দিনের শেষে ভারতকে ম্যাচে ফেরান রানা।
এদিন বল হাতে নজর কাড়তে ব্যর্থ বাংলার ঝুলন গোস্বামী। ১৮ ওভার বল করে ৪৪ রান দিয়েছেন ঝুলন। এখনও পর্যন্ত কোনও উইকেট নেই ঝুলনের ঝুলিতে।