সরস্বতী পুজোয় প্রথম শাড়ি পরবেন? এইসব ফ্যাশন টিপস ফলো করুন
প্রতিদিন কুর্তি, জিনস, সালোয়ার-কামিজ বা অন্য রকমের পোশাক পরে অভ্যস্ত আপনি। তাই প্রথম শাড়ি সামলানো চিন্তার হতেই পারে।
সামনেই সরস্বতী পুজো। এই দিনটা নাকি বাঙালির ভ্যালেন্টাইনস ডে। বাসন্তী শাড়িতে (saree) সেজে ওঠার দিন। কেউ কেউ হয়তো এই বছরের সরস্বতী পুজোতেই প্রথম শাড়ি পরবেন। প্রতিদিন কুর্তি, জিনস, সালোয়ার-কামিজ বা অন্য রকমের পোশাক পরে অভ্যস্ত আপনি। তাই প্রথম শাড়ি সামলানো চিন্তার হতেই পারে। অথচ প্রথম সব কিছুই খুব স্পেশ্যাল। তাই প্রথম শাড়ি ম্যানেজ করার জন্য আপনাদের জন্য রইল কিছু ফ্যাশন টিপস। হয়তো আপনার কাজে লাগতে পারে।
১) প্রথম শাড়ি পরার উত্তেজনা আলাদা। তাই কমফর্টেবল হওয়া খুব জরুরি। শাড়ির ফ্যাব্রিক আরামদায়ক হতে হবে। সেক্ষেত্রে প্রথম পছন্দ হতে পারে মলমল বা খাদি। যা অত্যন্ত নরম। আবার সামলানোও সহজ।
আরও পড়ুন, ট্র্যাডিশনাল নয়, বরং বিয়ের কনেরা ট্রাই করুন অন্য ধরনের বেনারসী
২) শাড়ি প্লিট করে পরুন। কারণ আঁচল ছেড়ে পরলে তা সামলানোর দক্ষতা প্রয়োজন। শাড়ি পরার অভ্যেস না থাকলে খোলা আঁচল সামলাতে সমস্যা হতে পারে। কুচিতেও পিন আটকে সেট করে নিন।
৩) বাজারে এখন পকেট শাড়ি কিনতে পাওয়া যায়। কুচির পাশের ছোট্ট পকেটে মোবাইল বা খুচরো টাকা রাখতে পারেন। ঠিক যেমন কুর্তির পকেট ব্যবহার করে আপনি অভ্যস্ত। ফলে প্রথম শাড়ি পরার জন্য পকেট শাড়ি বেছে নিতে পারেন।
আরও পড়ুন, মায়ের সংগ্রহের কোন কোন পোশাক পরে সহজেই ফ্যাশন করতে পারেন মেয়েরাও?
৪) ফিটিংস ব্লাউজ না হলে শাড়ি পরলে দেখতে ভাল লাগবে না। তাই নিজের ব্লাউজ আগে থেকে তৈরি করিয়ে নিন। তবে শার্ট বা লং কুর্তি দিয়েও শাড়ি পরতে পারেন।
৫) শাড়ির সঙ্গে ম্যাচিং গয়না নিশ্চয়ই ভেবে রেখেছেন। কিন্তু খেয়াল রাখবেন, গয়নার ভারে যেন বিপর্যস্ত না লাগে। অর্থাৎ গয়না সামলাতে গিয়ে শাড়ির ভাঁজ নষ্ট হয়ে গেলে দেখতে ভাল লাগবে না। তাই শাড়ি এবং গয়নার মানানসই যুগলবন্দি বেছে নিতে হবে আপনাকে।
আরও পড়ুন, শাড়ি, ব্লাউজের কনট্রাস্টই ফ্যাশন ট্রেন্ড