Makeup Tips: উত্সবের মরসুমে উজ্জ্বল ও চকচকে ত্বক চান! সুহানা খানের ৫ মেকআপ টিপস কাজে লাগবে আপনার
পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর ছুটির দিন বা কোনও অনুষ্ঠানে, শাহরুখ কন্যার ফ্যাশন,উজ্জ্বল মেকআপ দক্ষতা নিয়ে চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
যে কোনও মঞ্চেই তিনি সুপারস্টার। সিনেমার পর্দায় রোম্যান্টিক দৃশ্যে বা অ্যাকশন সিনে কিংবা টেলিভিশেনে হোস্টিং- সবতেই তিনি কিং খান। হিন্দি সিনেমায় তিনি সুপারস্টার হলেও বাড়িতে বাচ্চাদের সঙ্গে তাঁর আলাদা সম্পর্ক। সন্তানদের আলাদা সময় দেওয়া থেকে শুরু করে ছুটি কাটানো সবতেই তিনি আদর্শ বাবা। অনেক সাক্ষাত্কারেই সেই নিয়ে তিনি অকপট স্বীকার করেছেন। তবুও শাহরুখ খানের সন্তানদের লাইফস্টাইল, ইন্সটাগ্রামে ছবি পোস্ট করা নিয়ে আগ্রহের শেষ নেই।
পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর ছুটির দিন বা কোনও অনুষ্ঠানে, শাহরুখ কন্যার ফ্যাশন,উজ্জ্বল মেকআপ দক্ষতা নিয়ে চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সুপারস্টারের মেয়ে বলে অনেকসময় বিভিন্ন রকম মন্তব্য শোনা যায়। কিন্তু সেগুলি যদি দূরে সরিয়ে রেখে সুহানার সৌন্দর্যের আসল রহস্যের লক্ষণগুলি তুলে ধরলে উত্সবের মরসুমে আখেরে লাভবানই হবেন…
উজ্জ্বল ও চকচকে ত্বক- সোশ্যাল প্ল্যাটফর্মে সুহানার সেলফি বা ছবিগুলি দেখলেই বুঝবেন, সুহানার ত্বকে সবসময় উজ্জ্বলতা স্পষ্ট হয়ে আছে। শুধুমাত্র হাইলাইট করে গাল চকচকের কথা হচ্ছে না, পুরো মুখের মধ্যেই রয়েছে উজ্জ্বলতা।
উইং আইলাইনার- উইং আইলাইনার বেশি ব্যবহার করতে দেখা যায় সুহানাকে। জ্রামাটিক লুক আনতে এই ধরনের আইলাইনার বেশ মজাদার। এছাড়া কখনও ক্যাট আইলাইনারও করতে দেখা গিয়েছে। টানা টানা চোখে আইলাইনার বেশ ভাল মানায়।
বোল্ড লিপস- ডার্ক বোল্ড লিপসই বেশি পছন্দ সুহানার। নরম ও নজরকাড়া গোলাপি ও বাদামি রঙের লিপস্টিকের শেড ব্যবহার করতে দেখা গিয়েছে বারবার। সরল দুটি ঠোঁট ও চোখই যেন তাঁর সব কথা বলার অনুমতি দেয়।
গোলাপি গাল- মেকআপের দৌলতে হলেও গালের সঠিক ব্লাশ ব্য়বহারে তাঁকে যে সত্য়িই আগামী দিনের বলিউডের অন্যতম সুপারস্টার , তা বলাই যেতে পারে।
কনট্যুরের ব্যবহার- একজন পেশাদার মেকআপ আর্টিস্টের মতোই সুহানা নিজের মেকআপ নিজেই করেন। সঠিক কনট্যুর ব্যবহার একটি অন্যতম অংশ।
তবে কোনও কঠিন কোনও কাজ নয়, সুহানার মেকআপটিপসগুলি অত্যন্ত সহজ ও ঝামেলামুক্ত। সারাদিন প্রাণবন্ত ও উজ্জ্বল দেখতে এই স্টারকিড ভবিষ্যতের তারকার একটি ইঙ্গিত দেয়।