মাত্র ৫ উপায়ে দূর করুন বলিরেখা
বয়স বাড়ছে তার সঙ্গে আরও ধরা পড়ছে চোখের কোনে wrinkles! বাংলায় যাকে বলে বলিরেখা। আসলে বয়স বাড়ে আর আপনার কোষের কার্যক্ষমতা কমে আসে। কারণ এনজাইম কাজ করা বন্ধ করে দেয়। তবে শুধু বয়স বাড়লেই নয়। দুশ্চিন্তা, পর্যাপ্ত বিশ্রামের অভাব, অনিদ্রাতেও হতে পারে বলিরেখা। স্যালোঁতে ট্রিটমেন্টের খরচ বেড়ে যায় কিন্তু নেট রেজাল্ট শূণ্য। বিশেষ করে চোখ, […]
বয়স বাড়ছে তার সঙ্গে আরও ধরা পড়ছে চোখের কোনে wrinkles! বাংলায় যাকে বলে বলিরেখা। আসলে বয়স বাড়ে আর আপনার কোষের কার্যক্ষমতা কমে আসে। কারণ এনজাইম কাজ করা বন্ধ করে দেয়। তবে শুধু বয়স বাড়লেই নয়। দুশ্চিন্তা, পর্যাপ্ত বিশ্রামের অভাব, অনিদ্রাতেও হতে পারে বলিরেখা। স্যালোঁতে ট্রিটমেন্টের খরচ বেড়ে যায় কিন্তু নেট রেজাল্ট শূণ্য। বিশেষ করে চোখ, ঠোঁট এবং কপালের ভাজে বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। এবং আপনার সৌন্দর্য্য ব্যাকফুটে আর দ্রুত বয়স বাড়ার ছাপ ধরা পড়ে আপনার চেহারায়।
মুক্তির উপায় খুঁজছেন কি?
নিশ্চয়ই আছে। এবং তা ঘরোয়া উপায়েই। জেনে নিন বলিরেখা দূর করার ৫ উপায়।
টুথপেস্ট সাধারাণত দুবেলা দাঁত মাজার জন্য ব্যবহৃত দ্রব্য দেবে বলিরেখা থেক মুক্তি। আজ্ঞে হ্যাঁ। প্রথমে টুথপেস্টের সঙ্গে জলে মিশিয়ে একেবারে পাতলা করে নিন। তারপর মুখ, গলায়, ঘাড়ে, চোখের কোণে প্রলেপ লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। ত্বক টানটান হয়ে পেস্টে শুকিয়ে এলে ভাল করে জায়গাটি ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই থেক তিনদিন এটি করতে থাকুন।
জোজোবা অয়েল অনলাইনে পেয়ে যাবেন জোজোবা ওয়েল। বলিরেখা দূর করতে ভীষণ সাহায্য করে এই তেল। ত্বকের ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিংও করতে পারেন। বলিরেখা দূর করার পাশাপাশি আপনার ত্বক টানটান রাখতেও সাহায্য করে জোজোবা অয়েল।
গ্রিন টি শুধু বলিরেখা কমাতে নয়, বাড়তি মেদ দূর করতেও গ্রিন টি নিয়মিত খেতে পারেন। দিনে অন্তত দুই থেকে তিনবার এক কাপ গ্রিন টি খান। শরীর ডিহাইড্রেট হবে এবং ত্বকের ট্ক্সিসিটিও কমবে।
বেদানা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে বেদানায়। শিথিলতা কাটিয়ে, টানটান রাখতে সাহায্য করবে বেদানা এবং তার রস। ত্বকের জৌলুস ধরে রাখতে এবং আরও উজ্জ্বল করতে সাহায্য করে এই ফল।
শশার প্যাক শসাতে রয়েছে সিলিকা নামক এক উপাদান, ত্বকের চামড়া ঝুলে যাওয়া রোধ করে। ৩ বড় চামচ শসার পেস্ট, ১ বড় চামচ ডিমের সাদা অংশ, ২ বড় চামচ লেবুর রস, ২ বড় চামচ পুদিনা পাতার রস, এবং পর্যাপ্ত পরিমাণে আপেলের পেস্ট দিয়ে একটি প্যাক তৈরি করুন। সারা মুখে লাগান সেই প্যাক। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ। বলিরেখা দূর করার অব্যর্থ উপায়।