Summer Fruits Face Packs: গরমের ফলই যখন উজ্জ্বল ত্বকের রহস্য! আম-লিচু দিয়ে বানিয়ে নিন ‘মরশুমি’ ফেসপ্যাক
Summer Skin Care Tips: গরমের মজা রয়েছে শুধুমাত্র গ্রীষ্মকালীন ফলে। আম, লিচু, তরমুজের সময় এখন। তাজা ফল যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই মুখে মাখলেও মিলতে পারে হাজারো উপকারিতা। এগুলো ত্বকের জৌলুস ধরে রাখতে সাহায্য করে।
বিকেলের কালবৈশাখীতে স্বস্তি মিলছে না। বরং, তাতাপোড়াতে ত্বকের সমস্যা বেড়েই চলেছে। গরমে রোদে বেরনো মানেই ট্যান, তেলতেলে ভাব বাড়তে থাকা। তার সঙ্গে ধুলোবালি, ময়লা ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা কেড়ে নেয়। এই সমস্যাগুলো এড়ানোর কোনও উপায় নেই। যেমন রোদে বাড়ির বাইরে পা রাখলে অবশ্যই সানস্ক্রিনের সাহায্য নেবেন, তেমনই উইকএন্ডে ত্বকের যত্ন নেবেন মরশুমি ফল নিয়ে। গরমের মজা রয়েছে শুধুমাত্র গ্রীষ্মকালীন ফলে। আম, লিচু, তরমুজের সময় এখন। তাজা ফল যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই মুখে মাখলেও মিলতে পারে হাজারো উপকারিতা। ফলের মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো ত্বকের জৌলুস ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে এনে দেয় সতেজতা। আপনার জন্য রইল ৪টি মরশুমি ফলের তৈরি ফেসপ্যাকের সন্ধান।
আমের ফেসপ্যাক- আমের পাল্প মুখে ঘষলে ত্বকের আর্দ্রভাব বজায় থাকে, পাশাপাশি ত্বকের জেল্লা বেড়ে যায়। আম ত্বকের বার্ধক্যও রুখে দেয়। আমের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি। পাকা আমের নির্যাস বের করে নিয়ে ম্যাশ করে নিন। এর সঙ্গে মিশিয়ে দিন মুলতানি মাটি আর টকদই। এবার এই ফেসপ্যাক ভাল করে ত্বকের লাগান। গরমে এই ফেসপ্যাক অবশ্যই ট্রাই করবেন।
তরমুজের ফেসপ্যাক- মাসখানেক হয়ে গেলে বাজারে তরমুজের দেখা মিলছে। আর হয়তো কয়েক সপ্তাহ পাওয়া যাবে। এই সুযোগে মুখে মেখে নিন তরমুজের ফেসপ্যাক। যেহেতু এই ফলের মধ্যে জলের পরিমাণ বেশি। তাই তরমুজের নির্যাস ম্যাশ করে সরাসরি এটি মুখে লাগাতে পারেন। কিংবা তুলোর বলের সাহায্যেও মুখে লাগাতে পারেন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। তরমুজের ফেসপ্যাক ফ্রেশনেস বজায় রাখতে সাহায্য করে।
পাকা পেঁপের ফেসপ্যাক- ত্বকের পরিচর্চায় পাকা পেঁপের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। যদিও পাকা পেঁপের কমবেশি সারা বছর পাওয়া যায়। তবে, গ্রীষ্মকালে পাকা পেঁপের গুণগত মান ভাল হয়। তাই পাকা পেঁপের নির্যাস নিয়ে ম্যাশ করে নিন। এবার এতে মধু ও দুধ মিশিয়ে ভাল করে মুখে লাগান। পাকা পেঁপের ফেসপ্যাক ট্যান দূর করে দিতে দারুণ কার্যকর।
লিচুর ফেসপ্যাক- কয়েকটা লিচু নিয়ে তার জুস বানিয়ে ফেলুন। এবার লিচুর রস ছেঁকে নিন। লিচুর রসের সঙ্গে মিশিয়ে দিন ১ চামচ বেসন ও টক দই। তৈরি লিচুর ফেসপ্যাক। এই ফেসপ্যাক আপনি মুখে ও গলায় লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনাকে এনে দিতে পারে উজ্জ্বল ত্বক।