ব্রণর সমস্যাতে অনেকেই ভোগেন। যাঁদের ত্বক তালাক্ত তাঁদের ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি।
আবার হরমোনের অসামঞ্জস্যতা থেকেও হতে পারে এই ব্রণর সমস্যা। যাঁদের পিসিও়ির সমস্যা থাকে তাঁদেরও এই ব্রণর সমস্যা থাকে
ব্রণ খুবই অস্বস্তির। মুখ ভর্তি ব্রণ থাকলে দেখতে মোটেই ভাল লাগে না। এছাড়াও ব্রণ হলে মুখে মেকআপ করা যায় না। আর তাই ব্রণর সমস্যা হলে অনেকেই মুখে চন্দন মাখেন
তবে চন্দনের পরিবর্তে ব্যবহার করতে পারেন কলার খোসা। কলার খোসার মধ্যেও থাকে প্রচুর পরিমাণ পুষ্টি। এমনিতে কলাও খুব ভাল
কলার মধ্যে থাকে প্রয়োজনীয় খনিজ, পটাশিয়াম। যা খেলে শরীরে পুষ্টির চাহিদা মেটে। কলার খোসার মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেলস, ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, জিঙ্ক।
কলার খোসা ত্বকের গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে। ত্বকের কালচে ছোপ, ব্রণ, বলিরেখা দূর করতেও তা সাহায্য করে।
কলার খোসা চেঁছে নিয়ে মুখে মাখলে কোনও রকম কালো দাগ-ছোপও থাকবে না।
কলার খোসার সঙ্গে হাফ চামচ হলুদ আর মধু মিশিয়ে নিন। এবার তা খুব ভালভাবে মুখে লাগিয়ে নিন। নিজেকে সতেজ রাখতে এবং ত্বকে বয়সের ছাপ পড়তে দিতে না চাইলে আজ থেকেই ব্যবহার করুন।