Makeup Tips: বোল্ড ও সুন্দর লুকের জন্য কেমন আইলাইনার পরবেন, তা জেনে নিন…
আইলাইনারের ব্যবহার আপনার চোখকে আকর্ষণীয় করে তোলে। এই বিশেষ দিনে আইলাইনারের ব্যবহারে কীভাবে আইকনিক ও ক্লাসিক চোখের আকার দেবেন কীভাবে, জেনে নিন...
উত্সবের মরসুমে কীভাবে মেকআপ করবেন তা নিয়ে বিস্তর আলোচনা চলেছে। তবে কারওয়া চৌথের সময় মেকআপের ধরণ অন্যান্য উত্সবের তুলনায় একটু আলাদা হয়। বিবাহিত মহিলারা সকলেই স্বামীর দীর্ঘায়ু জীবনের প্রার্থনায় এই দিন বিশেষ পুজো করেন। স্বামীর মঙ্গল কামনায় অধিকাংশ মহিলারাই বেশ সুন্দর করে সেজে পুজোয় বসেন। বিধি-নিয়ম পালনের সঙ্গে সঙ্গে মহিলারা নিজেদের সাজাতে ভোলেন না কখনও। তবে এই বিশেষ মুহূর্তে চোখ ও ঠোঁটকে বিশেষ প্রাধান্য দেওয়া হয় বৈকি।
কারওয়া চৌথে চোখকে হাইলাইট করা শুধু চোখকেই সুন্দর করে তোলা তা নয় কিন্তু, সামগ্রিক চেহারাটাকেই বদলে দিতে পারে। তাই মেকআপের জন্য আইলাইনারের ভূমিকা রয়েছে । আইলাইনারের ব্যবহার আপনার চোখকে আকর্ষণীয় করে তোলে। এই বিশেষ দিনে আইলাইনারের ব্যবহারে কীভাবে আইকনিক ও ক্লাসিক চোখের আকার দেবেন কীভাবে, জেনে নিন…
সহজ ও হালকা আইলাইনার
পছন্দসই স্টাইলের জন্য জেল আইলাইনার ব্যবহার করতে পারেন। চোখের কোণ থেরে বাইরের দিকে সোজা ও সরু রেখা টেনে একটি সুন্দর চোখ আঁকতে পারেন।
উইং আইলাইনার
এই স্টাইলের জন্য চোখের উপরের কোণে একটি উইংয়ের মতো পুরু আইলাইনার দিয়ে আঁকতে পারেন। যদি চোখ ছোট হয়, তাহলে এই স্টাইলের কারণে আপনার চোখতে অনেক বড় দেখায়।
ক্যাট আইলাইনার
পার্টি থিমের জন্য এই আইলাইনার অনেকেরই পছন্দের। চোখের বাইরের কোণে মোটা আইলাইনার ব্যবহার করা হয়। ক্যাট আইলাইনারে যে কোনও মহিলাকে সাহসী ও আত্মবিশ্বাসীর একটি লুক দেয়।
স্ট্রেট আইলাইনার
ক্যাজুয়াল লুকের জন্য এই স্টাইল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যাঁরা প্রথম আইলাইনার ব্যবহার করছেন, তাঁরা এই স্টাইল ট্রাই করতে পারেন।
গ্লিটার আইলাইনার
বিয়ের অনুষ্ঠান হোক বা উত্সবের মুহূর্ত, গ্লিটারি লুক বর্তনমানে ট্রেন্ডিং। এই ধরনের স্টাইলের জন্য চকচকে আইলাইনার ব্যবহার করতে পারেন। প্রথমে গ্লিটার আইলাইনার ও পরে কালো আইলাইনার দিয়ে চোখ আঁকতে পারেন। এতে চোখের সঙ্গে সঙ্গে মেকআপের লুকটাই চেঞ্জ হয়ে যাবে।
আরও পড়ুন: Pooja Hegde: সিল্কি, চকচকে চুলের জন্য একটিমাত্র উপকরণই যথেষ্ট! চুলের যত্ন নিয়ে অকপট পূজা হেগড়ে