Durga Puja Celebrations in Delhi: কোভিডবিধি মেনে দিল্লিতে দুর্গাপুজো এবং রামলীলায় থাকছে নতুন নিয়ম…

এই দুই উৎসবে কোনওভাবেই লোকজন পুজো মন্ডপে যাওয়া, একসঙ্গে মিলিত হওয়া, ইত্যাদি করতে পারবে না...

Durga Puja Celebrations in Delhi: কোভিডবিধি মেনে দিল্লিতে দুর্গাপুজো এবং রামলীলায় থাকছে নতুন নিয়ম...
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2021 | 2:50 PM

দুর্গাপুজো একেবারেই দোরগোড়ায়। পাশাপাশি রয়েছে কোভিডের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা। দেশের বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন কোভিডবিধি রয়েছে। দিল্লির সরকার জনসমাগম একেবারেই বন্ধ করেছে উৎসবের দিনগুলোতে। নভেম্বরের ১৫ অবধি কোভিডের জন্য বিধিনিষেধ বন্ধ থাকবে। সূত্র অনুযায়ী, জনসমক্ষে ছট পূজা করাও নিষিদ্ধ হয়েছে।

সেই সূত্র ধরে দিল্লি ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (DDMA) জানিয়েছেন, রামলীলা এবং দূর্গাপুজা এই মাসেই হতে চলেছে, তাতে থাকবে একদম পরিস্কার কিছু কোভিডবিধি। এই দুই উৎসবে কোনওভাবেই লোকজন পুজো মন্ডপে যাওয়া, একসঙ্গে মিলিত হওয়া, ইত্যাদি করতে পারবে না।

DDMA একটা নোটিশ দিয়েছে, যাতে দিল্লির নাগরিকদের জন্য পরিস্কার কিছু নোটিশ দেওয়া রয়েছে। নোটিশে পরিস্কার বলা আছে, আগামি উৎসবগুলিতে কী কী বিষয়ে নাগরিকরা অনুমতি পাবেন, আর কী কী বিষয়ে অনুমতি পাবেন না। তবে দিল্লি পুলিশ এবং রাজ্যে সরকার যাতে কোভিডবিধি না মানে তা পর্যবেক্ষণের জন্য আলাদা করে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা করছে। সেখানে বসেই কড়া নজরদারি থাকবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই কাটবে দিল্লিতে পুজো।

পুজোর মন্ডপে ঢোকা এবং বেরনোর পথ আলাদা করতে হবে। মন্ডপে ঢোকার প্রত্যেকটি মুখে স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। কর্তৃপক্ষ যাতে সব দিকটা সঠিকভাবে খেয়াল রাখে, তা একটা নির্দিষ্ট জায়গায় এসে জানাতে হবে। শুধুমাত্র ফাঁকা জায়গাতেই বাজি ফাটাতে পারবে বাসিন্দারা। কোভিড বিধি মেনেই পালন হবে উৎসবের দিনগুলি। পুজোয় দিল্লিতে যাবেন ভাবছেন? নির্ভয়ে ঘুরে আসতে পারেন সেই জায়গায়।

আরও পড়ুন: ভ্রমণে হাতকড়ি হয়নি এখনও? ঘুরে আসুন ভারতের এই স্থানগুলিতে!