কেমন সাজবেন হোলিতে? শাড়ি থেকে কুর্তি-পালাজো কিংবা ফ্রক, পরতে পারেন সবই

এই হোলিতে আপনি কেমন সাজতে পারেন, সে ব্যাপারেই কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম আমরা।

কেমন সাজবেন হোলিতে? শাড়ি থেকে কুর্তি-পালাজো কিংবা ফ্রক, পরতে পারেন সবই
যদি হোলি খেলা নাও হয়, সাজগোজ করতে তো কোনও বাধা নেই।
Follow Us:
| Updated on: Mar 20, 2021 | 10:51 PM

গতবছর করোনার কারণে একেবারেই হোলি খেলা হয়নি। এবার তাই ভেবেছেন জমিয়ে রঙ খেলবেন। যদিও করোনার দাপট নতুন করে দেখা দিয়েছে। অতএব যাই করুন না কেন, সতর্কতা বজায় রাখা অবশ্যই প্রয়োজন। তবে যদি হোলি খেলা নাও হয়, সাজগোজ করতে তো কোনও বাধা নেই। বাড়িতেই নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে পারেন। তবে ঘরোয়া আড্ডা হলেও সাজগোজ কিন্তু মাস্ট।

হোলিতে ঠিক কেমন সাজলে আর পাঁচজনের নজর থাকবে আপনারই দিকে, সেই ব্যাপারে আপনাকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম আমরা।

১। উৎসব যখন রঙের তখন রঙিন পোশাক পরুন। তবে যাঁরা একদম ফিল্মি কায়দায় সাজতে চান, তাঁরা বেছে নিন ধবধবে সাদা রঙ। সাদা কুর্তি আর সঙ্গে সাদা লেগিংস বা পালাজো। তার সঙ্গে নিয়ে নিন গাঢ় রঙের ওড়না। গয়না পরুন অক্সিডাইজের কিংবা ব্ল্যাকপলিশের। যদি হোলি খেলার পরিকল্পনা থাকে, তাহলে বেশি মেকআপ না করাই ভাল। তবে কাজল আর লিপস্টিক কিন্তু লাগাতেই হবে। আর অতি অবশ্যই সানস্ক্রিন বা যেকোনও ক্রিম মেখে নিন।

২। যাঁরা শাড়ি পরতে ভালবাসেন, তাঁরা হোলির ঘরোয়া আড্ডায় পরতেই পারেন সাদা একটা শাড়ি। এখন সাদা ঢাকাই পরার চল রয়েছে। এছাড়া হাল্কা সিক্যুয়েন্সের কাজ করা যেকোনও হাল্কা শাড়ি পরতে পারেন, যেটা ক্যারি করা সহজ হবে। পরার সুবিধার জন্য হ্যান্ডলুম বা লিনেনও থাকতে পারে আপনার পছন্দের তালিকায়। তবে শাড়ি হাল্কা রঙের হলে গাঢ় রঙের ব্লাউজ। ফুশিয়া পিঙ্ক, তুতে, ম্যাজেন্টা, লাল, সবুজ, নীল— এইসব উজ্জ্বল রঙের ব্লাউজ পরুন। শাড়িতে সাবেক সাজে ফটোশুটও করে নিতে পারেন। শাড়ি পরলে একটু গয়না পরলে দেখতে ভাল লাগে। পারলে মাথায় ফুল লাগাতে পারেন। কাজল-লিপস্টক-টিপ, এই তিনটেই মনে করে পরবেন। বড় ঝুমকা পরলে গলা খালি রাখুন। হাতে চুরি বা সিঙ্গল পিস বালা, আর নোসপিনও পরতে পারেন। সব মিলিয়ে কিন্তু লাগবে বেশ।

৩। যাঁরা স্কার্ট পরতে ভালবাসেন, তাঁরা ট্যাঙ্ক টপ দিয়ে লং স্কার্ট পরতে পারেন। ট্যাঙ্ক টপ দিয়ে পালাজো বা শর্টসও পরা যায়। ওয়েস্টার্ন যাঁদের পছন্দ, এই সাজ তাঁদের জন্য। পরতে পারেন লং বা মিডিয়াম সাইজের এ লাইন ফ্রক। সঙ্গে থাকুক রঙিন একটা স্কার্ফ। এছাড়া সাদা টপ বা শার্ট সঙ্গে ফেডেড বা ডার্ক ডেনিমের জিনস— এই সাজ তো চিরন্তন ভাল লাগার ব্যাপার।