Kolkata Whole Sale Market: বর্ষা স্পেশ্যাল জুতো, জামা, ছাতা থেকে শুরু করে রেনকোর্ট, মাত্র ২০ টাকায় কিনুন কলকাতার এই মার্কেট থেকে

Cheapest Monsoon Market: বড়বাজারের হোলসেল মার্কেটে ছোটদের রেনকোটের দাম ২০০। এই সব রেনকোটে ব্যাগ ঢাকারও দারুণ ব্যবস্থা রয়েছে। তবে শর্ত একটাই। একসঙ্গে ৬ টা কিনতে হবে

Kolkata Whole Sale Market: বর্ষা স্পেশ্যাল জুতো, জামা, ছাতা থেকে শুরু করে রেনকোর্ট, মাত্র ২০ টাকায় কিনুন কলকাতার এই মার্কেট থেকে
দেখে নিন কী কী কিনবেন
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 6:28 PM

এতদিন বৃষ্টি নিয়ে মানুষের অভিযোগের শেষ ছিল না। গরমের দাবদাহে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল মানুষ। একই সঙ্গে তাপপ্রবাহ চলছিল  রাজ্যজুড়ে। মানুষ অসুস্থ হয়ে পড়ছিলেন রোদ, ঘামের চক্করে। ডিহাইড্রেশন, সানস্ট্রোক এসব সমস্যা তো ছিলই। দেশের প্রায় সর্বত্রই বর্ষা এসে গিয়েছে। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর শেষদুদিনে এত বৃষ্টি হয়েছে যে এবার মানুষ বলছে কবে থামবে! গত রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে জল দাঁড়িয়ে গ্য়েছে অনেক জায়গাতেই। নোংরা জল বেরিয়ে কেতাদুরস্ত পোশাক পরে অফিস যেতে কে আর চায়! তবে বর্ষায় ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। অনেক রকম মজা মাটি হয়, অনেক জায়গায় ঘোরা যায় না সে সব ঠিকই কিন্তু বর্ষায় যে কোনও জায়গার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়।

বর্ষাকালে পাতা একেবারে সবুজ হয়ে থাকে। গাছের ধুলো-ময়লাও সব এই বর্ষার জলে সাফ হয়ে যায়। আর তাই প্রচুর মানুষ  এই বর্ষায় ঘুরতে যাচ্ছেন। এই সময় জঙ্গলে না যাওয়াই ভাল। যেতে পারেন সমুদ্রেও। সুযোগ হলে ঘুরে আসুন পাহাড় থেকে। ঘুরতে যাওয়ার আগে পছন্দমতো জামা, জুতো, ছাতা এসব তো তাই। আজকাল প্রতিটি মানুষই ফ্যাশন সচেতন। আর তাই কোথাও যাওয়ার থাকলে সকলেই চেষ্টা করেন নিজের মত করে কেনাকাটা করতে। এই বর্ষায় আপনিও ওয়ার্ড্রোব বদলাতে চান? চিন্তা নেই। মাসের শেষে হাতে ৫০০ টাকা নিয়ে চলে আসুন এই সব মার্কেটে। পছন্দমতো কেনাকাটা করে যান।

নিউমার্কেট সারাবছরই কেনাকাটার স্বর্গরাজ্য। এছাড়াও এখন ফেসবুক মারফত প্রচুর মানুষ কেনাকাটা করেন। বর্ষাতে এমন পোশাক দরকার যা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এছাড়াও জামা কাপড় শুকোতে সময় লাগে বলে এই সময় একটু বেশি করেই জামা কাপড় ব্যাগে রাখতে হয়। এক্ষেত্রে রেয়ন বা সিন্থেটিক মিক্সড জামা কিনতে পারেন। বাজারে প্রচুর স্টাইলিশ কাফতান, টপ, কুর্তি এসব পাওয়া যাচ্ছে। ১৫০ টাকাতেই পেয়ে যাবেন মনের মত টপ। বড়দের রঙিন রেনকোটের দাম শুরু ১৫০ টাকা থেকে। বড়বাজারের হোলসেল মার্কেটে ছোটদের রেনকোটের দাম ২০০। এই সব রেনকোটে ব্যাগ ঢাকারও দারুণ ব্যবস্থা রয়েছে। তবে শর্ত একটাই। একসঙ্গে ৬ টা কিনতে হবে। বর্ষার রঙিন ছাতা থেকে জুতো দাম শুরু মোটে ২০ টাকা থেকে। ১০০ টাকায় পেয়ে যাবেন পছন্দমতো ব্যাগও। মনসুনের শপিং শুরু করে দিন আজ থেকেই। হ্যাপি শপিং!