Smelly Shoes Home Remedy: জুতো-মোজার গন্ধে লজ্জায় পড়ে যাচ্ছেন? এই টিপসগুলিতেই পাবেন সমাধান

Lifestyle Tips: একটানা জুতেো পরবেন না। ৪ বার পরার পরই কেচে ফেলতে হবে। বাইরে থেকে এসে জুতো হাওয়ার মধ্যে রাখুন

| Edited By: | Updated on: Dec 15, 2022 | 8:19 AM
শীতে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে এবং পা ভাল রাখতে অধিকাংশই জুতো-মোজা পরেন। যদিও সারাবছর জুতো পরলে পা ভাল থাকে। আর এই পা ঢাকা জুতোর একটা সমস্যা রয়েছে। তা হল জুতো আর পা থেকে ভীষণ বাজে গন্ধ ওঠে। জুতোর গন্ধ সহ্য করা খুব চাপের। বিশেষত পাশে বসা মানুষটির পক্ষে এমন পরিস্থিতি খুবই কঠিন।

শীতে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে এবং পা ভাল রাখতে অধিকাংশই জুতো-মোজা পরেন। যদিও সারাবছর জুতো পরলে পা ভাল থাকে। আর এই পা ঢাকা জুতোর একটা সমস্যা রয়েছে। তা হল জুতো আর পা থেকে ভীষণ বাজে গন্ধ ওঠে। জুতোর গন্ধ সহ্য করা খুব চাপের। বিশেষত পাশে বসা মানুষটির পক্ষে এমন পরিস্থিতি খুবই কঠিন।

1 / 6
জুতোর গন্ধের পিছনে একটি অন্যতম কারণ হল ঘাম। যাদের পায়ে ঘাম বেশি হয় তাদের জুতোতে বেশি গন্ধ হয়। ঘাম আর ব্যাকটেরিয়াতে জুতোয় দুর্গন্ধ হয়। এছাড়াও একটানা নোংরা জুতো পরলে সেখান থেকেও পায়ে গন্ধ ওঠার সম্ভাবনা থেকে যায়।

জুতোর গন্ধের পিছনে একটি অন্যতম কারণ হল ঘাম। যাদের পায়ে ঘাম বেশি হয় তাদের জুতোতে বেশি গন্ধ হয়। ঘাম আর ব্যাকটেরিয়াতে জুতোয় দুর্গন্ধ হয়। এছাড়াও একটানা নোংরা জুতো পরলে সেখান থেকেও পায়ে গন্ধ ওঠার সম্ভাবনা থেকে যায়।

2 / 6
আর তাই জুতো নিয়মিত পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত একবার সাবান দিয়ে জুতো কেচে ফেলুন। এরপর তা রোদে শুকনো করে নিন। জুতো যদি ভিজে থাকে তাহলে গন্ধ হবেই। সেই সঙ্গে জুতোতে ছত্রাক, ব্যাকটেরিয়াও বেশি জন্মায়।

আর তাই জুতো নিয়মিত পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত একবার সাবান দিয়ে জুতো কেচে ফেলুন। এরপর তা রোদে শুকনো করে নিন। জুতো যদি ভিজে থাকে তাহলে গন্ধ হবেই। সেই সঙ্গে জুতোতে ছত্রাক, ব্যাকটেরিয়াও বেশি জন্মায়।

3 / 6
পা যদি ভিজে থাকে অথবা যদি ভিজে পায়ে মোজা গলিয়ে নেন তাহলেও জুতোতে গন্ধ হয়। ভেজা মোজা পরলেও এই একই সমস্যা হয়। তাই পায়ে ডিওডোরেন্ট লাগান। তবে তার আগে পা খুব ভাল করে শুকনো করে নিতে হবে। তবেই ডিওর গন্ধ বেশ খানিকক্ষণ থাকবে।

পা যদি ভিজে থাকে অথবা যদি ভিজে পায়ে মোজা গলিয়ে নেন তাহলেও জুতোতে গন্ধ হয়। ভেজা মোজা পরলেও এই একই সমস্যা হয়। তাই পায়ে ডিওডোরেন্ট লাগান। তবে তার আগে পা খুব ভাল করে শুকনো করে নিতে হবে। তবেই ডিওর গন্ধ বেশ খানিকক্ষণ থাকবে।

4 / 6
সিন্থেটিক নয়, সব সময় সুতির মোজা পরতে হবে। সুতির মোজা খুব তাড়াতাড়ি ঘাম শোষণ করে নেয়। ফলে পায়ে গন্ধ হওয়ার কোনও সুযোগ থাকে না। সেই সঙ্গে ব্যাকটেরিয়া অনেক কম জন্মায়। এছাড়াও জুতোর মধ্যে ট্যালকম পাউজার, কর্পূর বা ন্যাপথলিন গুঁড়ো করে দিয়ে রাখুন। এতেও কিন্তু ব্যাকটেরিয়া কম হয়।

সিন্থেটিক নয়, সব সময় সুতির মোজা পরতে হবে। সুতির মোজা খুব তাড়াতাড়ি ঘাম শোষণ করে নেয়। ফলে পায়ে গন্ধ হওয়ার কোনও সুযোগ থাকে না। সেই সঙ্গে ব্যাকটেরিয়া অনেক কম জন্মায়। এছাড়াও জুতোর মধ্যে ট্যালকম পাউজার, কর্পূর বা ন্যাপথলিন গুঁড়ো করে দিয়ে রাখুন। এতেও কিন্তু ব্যাকটেরিয়া কম হয়।

5 / 6
এমন জুতো বাছুন যা নিয়মিত কাচা যায়। জুতোর সোল যদি সুতির হয় তাহলে সবচাইতে ভাল। রাবার ল্যাটেক্স সোল থাকলেও তাতে গন্ধ কম হয়। তবে একটা জুতো তিন থেকে চারবারের বেশি টানা পরা ঠিক নয়।

এমন জুতো বাছুন যা নিয়মিত কাচা যায়। জুতোর সোল যদি সুতির হয় তাহলে সবচাইতে ভাল। রাবার ল্যাটেক্স সোল থাকলেও তাতে গন্ধ কম হয়। তবে একটা জুতো তিন থেকে চারবারের বেশি টানা পরা ঠিক নয়।

6 / 6
Follow Us: