Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishaa Saha: লাল নয়, হ্যান্ডলুমের সাদা শাড়ি আর পাভ স্লিভসেই হোক ছকভাঙা বিজয়ার বৈঠক

Shubho Bijoya: ইশা সাহার ফ্যাশন এখনকার মেয়েদের কাছে খুবই জনপ্রিয়। খুব সাধারণ পোশাক আর মেকআপে সুন্দর করে সাজতে জানেন ইশা। তাঁর পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে হ্যান্ডলুম। হ্যান্ডলুমের বিভিন্ন শাড়ি তিনি সুন্দর কায়দা করে পরতেও পারেন

Ishaa Saha: লাল নয়, হ্যান্ডলুমের সাদা শাড়ি আর পাভ স্লিভসেই হোক ছকভাঙা বিজয়ার বৈঠক
কেমন লাগছে ইশাকে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2023 | 9:00 AM

সকালে অপরাজিতার পুজো দিয়ে শেষ হয় দুর্গাপুজোর পুজোপাঠ। মহানবমীর নিশি থেকেই মনে চড়তে থাকে বিষাদের সুর। আবারও যে এক বঠরের প্রতীক্ষা। উমা তাঁর নির্ধারিত সূচি মেনেই ফিরে যাবেন কৈলাশে। ব্যস্ত হয়ে পড়বেন রোজকার জীবন যাঁতাকলে। বাড়ি থেকে আবারও ব্যাক্স প্যাঁটরা গুছিয়ে প্রবাসে ফিরবে লোকেরা। হাতে থাকবে মায়ের দেওয়া মিষ্টি, নারকেলের নাড়ু। ভাগ্য ভাল থাকলে জুটে যেতে পারে এক কৌটো কুচো নিমকিও। কেউ পুজোয় ছুটি পান আবার কাজের প্রয়োজনে পুজোর কটা দিন অনেককেই ব্যস্ত থাকতে হয়। পুজোর রেশ কাটিয়ে কাজে মন বসাতে বেশ কষ্ট হয়। যে সব বন্ধুদের সঙ্গে এই পুজোয় দেখা হল না আবার তাদের সঙ্গে কবে দেখা হবে তাই নিয়েও চলতে থাকে হাজারো পরিকল্পনা। দশমীর দিন লাল পাড় সাদা শাড়িতে।

অনেকেরই মনে এখনও এমন ধারণা গেঁথে রয়েছে যে বিজয়ার শাড়ি মানে তাতে লালের ছোঁয়া থাকতেই হবে। সাদা রং বয়স্কদের জন্য। সাদা রঙের শাড়িতে কম বয়সীদের মোটেই দেখতে ভাল লাগে না। তেমনই কয়েক বছর আগেও ন্যাতানো হ্যান্ডলুম শাড়ির বিশেষ কদর ছিল না। শেষ দু বছরে ফ্যাশনে ইন এই সাদা রম। সব বয়সের মেয়েরা সাদা শাড়ি পরছেন। আর এই সাদা শাড়িতে যে কোনও মেয়েকেই দারুণ দেখতে লাগে। সাদা শাড়িতে যেমন সুন্দর করে সাজা যায় তেমনই ফ্যাশনও করা যায়। মনোক্রম এখন ফ্যাশনে ইন আর তাই সাদার সঙ্গে সাদা ব্লাউজ দিয়েও পরতে পারেন।

ইশা সাহার ফ্যাশন এখনকার মেয়েদের কাছে খুবই জনপ্রিয়। খুব সাধারণ পোশাক আর মেকআপে সুন্দর করে সাজতে জানেন ইশা। তাঁর পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে হ্যান্ডলুম। হ্যান্ডলুমের বিভিন্ন শাড়ি তিনি সুন্দর কায়দা করে পরতেও পারেন। এবার পুজোয় অফ হোয়াইটে একটি লিনেন হ্যান্ডলুমের শাড়ি পরেছেন ইশা। শাড়ির সঙ্গে একই রঙের ফুল পাফ স্লিভস ব্লাউজ পরেছেন। চোখে কাজল, কানে স্টাড ইয়াররিং আর একেবারে নো মেকআপ লুকে ধরা দিলেন তিনি। বাড়িতে একেবারে সাধারণ ভাবে আড্ডার ভঙ্গীতে বসে তোলা ছবিগুলি। ইশাকে এই সাদা শাড়িতে দেখতেও লাগছে খুব সুন্দর। ডিপকাটের এই ছড়ানো ভি-নেক পাফ স্লিভস ব্লাউজ এখন ফ্যাশনে ইন। শহে এখন হালকা শীতের আমেজ আর তাই চাইলে ফুলস্লিভ পরতেই পারেন। তবে যাঁরা একেবারেই রোগা তাঁদের এই ফুলস্লিভস বেশি ভাল লাগে। তাই নিজের চেহারা বুঝে তবেই ব্লাউজ বানাবেন।