Kajol: রেড কার্পেটে নজর কাড়লেও সাদা-কালো গাউন ঘিরে ট্রোলের শিকার কাজল!

প্রশংসার মধ্যেও কাজল সোশ্যাল মিডিয়ায় পোশাকের কারণে ট্রোলের শিকার হলেন। রেড কার্পেটের জন্য কালো ও সাদা বডি-কন গাউনটির সঙ্গে অসাধারণ মেকআপ লুকে মাত করেছিলেন কাজল।

Kajol: রেড কার্পেটে নজর কাড়লেও সাদা-কালো গাউন ঘিরে ট্রোলের শিকার কাজল!
বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 8:33 AM

সম্প্রতি দুবাইয়ের মিলানো প্রেজেন্টস ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভারস নাইটের রেড কার্পেটে অংশ নিয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। রেডকার্পেটের জন্য একটি উজ্জ্বল কালো ও সাদা রঙের এনভেলপ গাউন বেছে নিয়েছিলেন। সম্পূর্ণ লাল কার্পেটে সাদা-কালো গাউনে কাজলের থেকে চোখ এড়ানো যায়নি। যথারীতি নিজস্ব ক্যারিশ্মায় রেড কার্পেটে আগুন ঝরালেন তিনি।

সাদা ও কালো অসাধারণ সুন্দর এনভেলপ গাউনের সঙ্গে ম্যাচিং হিল, ক্লাচ ও ডায়মন্ড ড্যাংলার দিয়ে সেজেছিলেন। রাণীর বেশে কাজলের সৌন্দর্য ও স্টাইলে মুগ্ধ হয়েছিলেন প্রায় সকলেই। অনুষ্ঠানের সব লাইমলাইট কেড়ে নিয়েছিলেন বলি তারকা কাজল। ওই ঝলমলে ও তারকাখচিত অনুষ্ঠানে কাজল ছাড়াও উপস্থিত ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, শ্রুতি হাসান, মাহিরা খান, মায়া আলি, বুথাইনা আল রাইসি, নিভিন পাওলি, জারিন খান, জয়দীপ আহলাওয়াত এবং আরও অনেকের মতো সেলিব্রিটিরা।

তবে প্রশংসার মধ্যেও কাজল সোশ্যাল মিডিয়ায় পোশাকের কারণে ট্রোলের শিকার হলেন। রেড কার্পেটের জন্য কালো ও সাদা বডি-কন গাউনটির সঙ্গে অসাধারণ মেকআপ লুকে মাত করেছিলেন কাজল। লাইমলাইটের ছবি দেখে নেটিজেনদের মতামত ছিল দেখার মতো। কারণ সোশ্যাল মিডিয়ায় কাজলের পোশাককে ঘিরে এক ইউজার লিখেছেন, “ইসনে মেরা বাইক কা কভার পেহেনা হ্যায় লাগতাই” আবার অন্য একজন মন্তব্য করেছেন, “ইয়ে কেয়া চাদ্দার সাথ মে লে আয়ি…অ্যাওয়ার্ড না মিলা তো ওয়াহিন সো যায়েগি।” একজন আবার মজা করে বলেছেন, “হামারে ইয়াহান সার্দেইন শাদি কে টাইম যখন দুলহা ইয়া দুলহান হলদি কে বাদ নাহকর আতে হ্যায় তো আইসে হি কম্বল ল্যাপেটকর বইতে হ্যায় বাকি রাসমো কে লিয়ে।”

আবার অন্যদিকে কাজলের সাজসজ্জাকে ফ্যাশন ডিজাস্টার বলে ব্যাখ্যা করেছেন। তাঁদের বক্তব্য, পোশকাটি একেবারেই কাজলের জন্য উপযুক্ত নয়। ডিজাইনার ডিজাস্টার হলেও কাজল কিন্তু গ্ল্যামারাস।

আরও পড়ুন: Sabyasachi: অন্তর্বাস না মঙ্গলসূত্র? নয়া ফটোশ্যুট ঘিরে ফের ট্রোলের শিকার ডিজাইনার সব্যসাচী!