Priyanka Chopra: সারোগেট-কন্যা মালতীর সঙ্গে প্রাচীন ভারতীয় সংস্কৃতির পরিচয় করাচ্ছেন প্রিয়াঙ্কা
Malti Marie: একরত্তি মেয়ের ছবি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রিয়াঙ্কা। কেউ বললেন নিকের মতো ঠোঁট, আবার কেউ বললেন গালদুটো ঠিক প্রিয়াঙ্কার মত
গত বছরই মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নিক আর প্রিয়াঙ্কা। প্রি ম্যাচিওর ডেলিভারির কারণে একরত্তির মালতীকে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল হাসপাতালে। তারপর খুদে বাড়ি ফেরার পর একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেও কখনও মেয়ের মুখ দেখাননি তিনি। তবে এবছরের নভেম্বরে প্রথম সোশ্যাল মিডিয়ায় ঘুমন্ত কন্যার ছবি দিয়েছিলেন প্রিয়াঙ্কা।
স্ট্রোলারের এক পাশে মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছে মালতী মেরি। গায়ে সাদা রঙের সোয়েটার আর মাথায় গোলাপি রঙের টুপি। গায়ে একটা ব্ল্যাঙ্কেটও দিয়ে রাখা। সাধারণত মেয়ের মুখ ইমোজি দিয়ে ঢেকে রাখেন। এবার তা করলেন না আর। টুপিতে ঢাকা হাফ মুখখানা দেখিয়েই দিলেন সকলকে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর অধিকাংশেরই দাবি বাবা নিক জোনাসের মতই দেখতে কন্যা মালতী জোনাস চোপড়া। এরপর মেয়ে মালতীকে নিয়ে বেশ কিছু ফটোশ্যুটও করেন। সম্প্রতি নজর কেড়েছে মালতীকে নিয়ে করা বিখ্যাত ম্যাগাজিন ভোগের ফটোশ্যুট। সেখানে মা-মেয়েকে দেখা গিয়েছে একই রঙের লাল জামায়। এরপর বাড়ির একাধিক পুজো-অনুষ্ঠানেও মা-বাবার পাশে দেখা গিয়েছে খুদে মালতীকে। মেয়েকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে তৎপর মা প্রিয়াঙ্কা। যে কারণে দীপাবলিতেও সাদা রঙের ঘাঘরা চোলি পরিয়েছিলেন মেয়েকে। প্রিয়াঙ্কার লেহঙ্গার সঙ্গে মিল ছিল মালতীর লেহঙ্গার। এছাড়াও ছোট্ট ছোট্ট ফ্রিল দেওয়া ফ্রক, শীতের দিনে ডেনিমের জ্যাকেট নানা পোশাকে দেখা যায় মালতীকে। যদিও অধিকাংশ সময় মেয়েকে ফ্রকই পরিয়ে রাখেন প্রিয়াঙ্কা।
সোয়েটার, জামা যাই থাকুক না কেন মালতীয় মাথায় সব সময় থাকে বাহারি হেয়ার ব্যান্ড। পোশাকের সঙ্গে তা মিলিয়েই পরতে দেখা গিয়েছে খুদেকে। সোশ্যাল মিডিয়াতে মালতীর ছবি শেয়ার করলেই কমেন্ট বক্স উপচে পড়ে ভালবাসায়। মেয়ে মালতীকে চোখে হারান মা। সব সময় আগলে রাখেন নিজের কাছে। ব্যস্ততার ফাঁকে নিজের দিনের বেশিরভাগ সময় কাটান মেয়ের সঙ্গেই। আর তাই প্রেমদিবসে মেয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে লিখলেন- ‘আমার ফরএভার ভ্যালেন্টাইন্স’। মালতীর কিউট ছবি আপনি দেখেছেন কি?