Ridhima Ghosh: সাদা-কালোয় ঋদ্ধিমার বিশেষ ফটোশুট, ক্যাপশনে লেখা ‘স্বপ্ন দেখতে ভুলো না’…
Black And White Fashion: সাদা বিছানায় উপুড় হয়ে শুয়েছেন তিনি। গায়ে একটি সুতোও নেই। নিজেকে মুড়ে নিয়েছেন সাদা চাদরে...

টলিউডের পাওয়ার কাপলের তকমা রয়েছে তাঁদের ঝুলিতে। সময় পেলেই ঘুরতে যান জুটিতে। তাঁদের মিষ্টি-মধুর পিডিএ-দেখে তারিফ করতে ভোলেননা কেউই। এঁরা হলেন ঋদ্ধিমা ঘোষ আর গৌরব চক্রবর্তী। ইদানিংকালে ঋদ্ধিমার বিশেষ ফটোশুটও নজর কাড়ছে ইন্সটার পাতা জুড়ে। কয়েক মাস আগেই দুধ-সাদা বিছানায় নিজের কিছু ভাল মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন ঋদ্ধিমা। খোলা চুল আর সামান্য আই মেকআপেই স্বপ্ন বুনছেন তিনি। ক্যাপশানেও তেমনই ইঙ্গিত পাওয়া গেল। সাদা বিছানায় উপুড় হয়ে শুয়েছেন তিনি। গায়ে একটি সুতোও নেই। নিজেকে মুড়ে নিয়েছেন সাদা চাদরে। ঠিক এর কয়েকদিন পর সাদা শার্ট আর ব্ল্যাক টিউব টপে আবারও দেখা দিলেন তিনি। মনোক্রম যে তাঁর বিশেষ পছন্দের আর এই ধরনের ছবিতেই যে তিনি উষ্ণতা ছড়িয়ে দিতে পারেন তা কিন্তু আরও একবার নতুন করে প্রমাণিত।
ফুলস্লিভ সাদা শার্টের হাতা গোটানো, সামনের সব বোতাম খোলা, উন্মুক্ত ক্লিভেজের ফাঁকে উঁকি দিচ্ছে টিউব টপ। চুলে ব্যাক ব্রাশ করে হালকা ওয়েভ, ড্রিমি আই মেকআপ আর ওয়েস্টার্ন ধাঁচের কানপাশায় ভরা আষাঢ়েও উত্তাপ ছড়াচ্ছেন গৌরব ঘরণী। প্রতিটা ছবির সঙ্গে দারুণ ক্যাপশনও লিখেছেন তিনি। প্রতিটি ছবি জুড়েই আছে ভাল থাকার বার্তা। পোশাক এবং ফ্যাশান নিয়ে সচেতন ঋদ্ধিমা। গৌরবের সঙ্গে রং-মিলান্তি করে দারুণ রকম পোশাক পরেন তিনি। সেই সঙ্গে নিজের পোশাকেও থাকে দারুণ আভিজাত্য।
View this post on Instagram
নিয়মিত ভাবে শরীরচর্চাতেও কোনও রকম খামতি রাখেন না ঋদ্ধিমা। মাঝে মধ্যেই দু-একটুকরো সেই ছবি তুলেও ধরেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। সাদা শার্টের ভাঁজে লেন্সে ধরা পড়েছে তাঁর সুঠাম চেহারাও। মনোক্রোম অর্থাৎ সাদা-কালো এখন ফ্যাশানে ইন। বলিউড থেকে হলিউড সব তারকারাই এখন মেতেছেন এই ফ্যাশানে। বাদ পড়ছে না টলিউডও। একাধিক টলি তারকাকে দেখা গিয়েছে এই মনোক্রোম্যাটিক লুকে। রেট্রো আর আধুনিকতার মেলবন্ধনে প্রতিটি সাদা-কালো লুকেই রয়েছে নাটকীয়তার ছোঁয়া। ঋদ্ধিমার এই ছবি ঝড় তুলবে আপনার মনেও। না দেখে থাকলে এখনই দেখে নিন…





